Logo

অর্থনীতি    >>   বাজার স্থিতিশীল রাখতে আরও ১৯ কোটি ৩০ লাখ ডিম আমদানির অনুমতি

বাজার স্থিতিশীল রাখতে আরও ১৯ কোটি ৩০ লাখ ডিম আমদানির অনুমতি

বাজার স্থিতিশীল রাখতে আরও ১৯ কোটি ৩০ লাখ ডিম আমদানির অনুমতি

দেশের ডিমের বাজারে স্থিতিশীলতা আনতে সরকার নতুন করে ১৯ কোটি ৩০ লাখ ডিম আমদানির অনুমতি দিয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, ৪৩টি প্রতিষ্ঠানকে এই আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয় গত ১৮ নভেম্বর আমদানি-রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে এ সংক্রান্ত একটি নির্দেশ পাঠিয়েছে। শিগগিরই এই আদেশ বাস্তবায়ন হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত ২৩ অক্টোবর ১২টি প্রতিষ্ঠানকে ৪ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়। তার আগে ৭ অক্টোবর আরও সাড়ে ৪ কোটি ডিম আমদানি করা হয়েছিল। এসব উদ্যোগ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

১৫ সেপ্টেম্বর কৃষি বিপণন অধিদপ্তর ডিমের ‘যৌক্তিক মূল্য’ নির্ধারণ করে। সিদ্ধান্ত অনুযায়ী, উৎপাদন পর্যায়ে প্রতিটি ডিমের দাম ১০ টাকা ৫৮ পয়সা, পাইকারি পর্যায়ে ১১ টাকা ০১ পয়সা এবং খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সা নির্ধারণ করা হয়। তবুও বাজারে ডিমের মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে, সরকার আমদানি শুল্ক কমানোর উদ্যোগ নেয়।

গত ১৭ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ডিম আমদানির শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনে। এরপর ডিমের বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসে। বর্তমানে প্রতি ডজন ডিম ১৪৪ টাকায় বিক্রি হচ্ছে।

বাংলাদেশে দৈনিক প্রায় ৫ কোটি ডিমের চাহিদা রয়েছে। চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য আনতে সরকারের এই নতুন আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আমদানির শর্তাবলী

সরকার ডিম আমদানিতে কয়েকটি শর্ত আরোপ করেছে, যেমন:

  1. বার্ড ফ্লু মুক্ত দেশ থেকে আমদানি: কেবলমাত্র এভিয়ান ইনফ্লুয়েঞ্জা-মুক্ত দেশগুলো থেকেই ডিম আমদানি করা যাবে।
  2. সনদপত্র দাখিল: প্রতিটি চালানের জন্য রপ্তানিকারক দেশের সরকার অনুমোদিত কর্তৃপক্ষের সনদ বাধ্যতামূলক।
  3. সঙ্গনিরোধ অফিসারকে আগাম নোটিশ: আমদানির কমপক্ষে ১৫ দিন আগে সঙ্গনিরোধ কর্মকর্তাকে জানাতে হবে।
  4. অগ্রগতি প্রতিবেদন: সাত দিন পরপর মন্ত্রণালয়ে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে হবে।

ডিম আমদানির এই উদ্যোগ ও শর্তাবলী কার্যকর হলে বাজারে ডিমের সরবরাহ বাড়বে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে আশা করছে সরকার। তবে বাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা আনতে দেশীয় উৎপাদন ব্যবস্থা শক্তিশালী করার দিকেও বিশেষ নজর প্রয়োজন।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert