১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ
- By Jamini Roy --
- 16 November, 2024
বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার জেসন হোল্ডার। কাঁধের চোটের কারণে তিনি অনুপস্থিত থাকায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে আরেক অলরাউন্ডার অ্যান্ডারসন ফিলিপকে।
এই স্কোয়াডে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন ও প্রত্যাবর্তন দেখা গেছে। স্পিনার কেভিন সিনক্লেয়ার দলে ফিরে এসেছেন, যিনি দীর্ঘদিন ধরেই দলে অনুপস্থিত ছিলেন। একইসঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট সিরিজে বিশ্রামে থাকা পেসার আলজারি জোসেফও এবার দলে ফিরেছেন।
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাফেটের নেতৃত্বে পূর্ণ শক্তির দল ঘোষণা করা হয়েছে। তবে এই দলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের সিরিজ থেকে চারটি পরিবর্তন আনা হয়েছে। ব্রাইন চার্লস ও গুড়াকেশ মোতিকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে, এবং জেসন হোল্ডারের স্থানে যুক্ত হয়েছেন অ্যান্ডারসন ফিলিপ।
ওয়েস্ট ইন্ডিজের পূর্ণ স্কোয়াড হলো:
ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), জশুয়া ড সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, টেভিন ইমালচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জেইডেন সিলস, কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিকান।
স্পিনার কেভিন সিনক্লেয়ারের দলে প্রত্যাবর্তন হয়েছে ব্রাইন চার্লসের পরিবর্তে। সিনক্লেয়ার এখন পর্যন্ত দুটি টেস্ট খেলেছেন, যেখানে তিনি ৪টি উইকেট শিকার করেছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজে মাঠে নামার সুযোগ না পাওয়া চার্লসের বদলে সিনক্লেয়ারকে এবার দলে রাখা হয়েছে।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০ ব্যবধানে হেরেছিল। একই সময়ে বাংলাদেশও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ২-০ ব্যবধানে পরাজিত হয়।
বাংলাদেশ দলও এই সিরিজে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে পারছে না। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম চোটের কারণে এই সিরিজে অনুপস্থিত থাকবেন।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২২ নভেম্বর। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে নর্থ সাউন্ডে। দ্বিতীয় ম্যাচ শুরু হবে ৩০ নভেম্বর কিংস্টনে।