Logo

খেলাধুলা    >>   স্যামসনের দুর্দান্ত সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকাকে হারালো ভারত

স্যামসনের দুর্দান্ত সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকাকে হারালো ভারত

স্যামসনের দুর্দান্ত সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকাকে হারালো ভারত

আইপিএলে সাফল্য পেলেও তা জাতীয় দলে অনুবাদ করতে না পারায় সমালোচনার শিকার ছিলেন সাঞ্জু স্যামসন। তবে সম্প্রতি ফর্মে ফেরা স্যামসন জাতীয় দলের জার্সিতেও দেখাচ্ছেন আইপিএল-সুলভ পারফর্ম্যান্স। বাংলাদেশের বিপক্ষে সিরিজের মতোই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন এই ওপেনার। শুক্রবার (৮ নভেম্বর) ডারবানে ভারতের ৬১ রানের জয়ে বড় ভূমিকা রাখেন স্যামসন।

প্রথমে ব্যাটিং করে স্যামসনের ৫০ বলে ১০৭ রানে ভর করে ভারত ২০ ওভারে ৮ উইকেটে ২০২ রান তোলে। জবাবে দক্ষিণ আফ্রিকা ১৭.৫ ওভারে ১৪১ রানে গুটিয়ে যায়। ভারতের হয়ে বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণূই ৩টি করে উইকেট নেন।

স্যামসন এদিন টানা দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি পূর্ণ করেন, প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে গড়েন অনন্য এই রেকর্ড। ভারত চলতি বছরে এখন পর্যন্ত ২৩ টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ২২টিতেই জয় পেয়েছে, যা ৯৫.৬ শতাংশ জয়। ভারতের টানা সাফল্য উগান্ডার রেকর্ডকেও ছাড়িয়ে যাচ্ছে।