Logo

অর্থনীতি    >>   রাজধানীর ১৩টি বাজারে সরাসরি ডিম সরবরাহ: ভোক্তা অধিকার অধিদপ্ত

রাজধানীর ১৩টি বাজারে সরাসরি ডিম সরবরাহ: ভোক্তা অধিকার অধিদপ্ত

রাজধানীর ১৩টি বাজারে সরাসরি ডিম সরবরাহ: ভোক্তা অধিকার অধিদপ্ত

রাজধানীর তেজগাঁও ও কাপ্তান বাজারসহ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের ১৩টি বাজারে সরাসরি উৎপাদক থেকে ডিম সরবরাহ করবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৯ নভেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-এ ‘বাজার অস্থিরতার কারণ নিয়ে’ ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এ কথা জানিয়েছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

আলীম আখতার খান জানান, আগামীকাল রোববার থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬টি ও উত্তর সিটি করপোরেশনের ৭টি বাজারে সরাসরি উৎপাদক থেকে ভোক্তাদের কাছে ডিম সরবরাহ শুরু হবে। খামারিদের সরাসরি বাজারের সাথে যুক্ত করতে পরিকল্পনা করা হচ্ছে বলে তিনি জানান।

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের তেল, ছোলা, সেমাই, চিনি, ডাল, ও খেজুরের সরবরাহ নিশ্চিত এবং শুল্ক হ্রাসসহ আমদানি উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার বলে জানান ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। এছাড়া, আসন্ন রমজানে বাজার স্থিতিশীল রাখতে সরকারি তৎপরতার ওপর জোর দেন তিনি এবং বাজার সিন্ডিকেট ভাঙতে সুশাসনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ভোক্তাদের স্বার্থে কাজ করা সত্ত্বেও অধিদপ্তর তাদের অধিকার নিশ্চিতকরণে পুরোপুরি সফল হয়নি বলে মন্তব্য করেন আলীম আখতার খান, যা ভোক্তা অধিকার সংরক্ষণে আরও কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তা ইঙ্গিত করে।