Logo

অর্থনীতি    >>   বিদ্যুৎ চুক্তি বাতিলের দাবিতে আদানির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

বিদ্যুৎ চুক্তি বাতিলের দাবিতে আদানির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

বিদ্যুৎ চুক্তি বাতিলের দাবিতে আদানির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে সমস্ত চুক্তি বাতিলের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম কাইয়ুম সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। বুধবার (৬ নভেম্বর) সকালে রেজিস্ট্রার ডাকযোগে পাঠানো এই নোটিশে অবিলম্বে আদানির সঙ্গে করা একতরফা চুক্তি পুনর্বিবেচনা অথবা পুরো চুক্তি বাতিল করার দাবি করা হয়েছে।

ব্যারিস্টার কাইয়ুম নোটিশে উল্লেখ করেছেন যে, যদি তিন দিনের মধ্যে চুক্তি পুনর্বিবেচনার কার্যক্রম শুরু না হয়, তাহলে হাইকোর্টে রিট দায়ের করা হবে। তিনি আরও বলেন, একটি পর্যালোচনা কমিটি গঠন করে জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের মাধ্যমে এই চুক্তির বিস্তারিত রিপোর্ট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

২০১৭ সালে বাংলাদেশ সরকার ও আদানি গ্রুপের মধ্যে একটি ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়, যদিও সে সময় দেশে আমদানি করা কয়লানির্ভর বিদ্যুৎকেন্দ্র চালু হয়নি। বর্তমানে আদানির ঝাড়খণ্ডের এক হাজার ৬০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

এদিকে, ভারতের আদানি গ্রুপ বাংলাদেশ সরকারকে বিদ্যুতের বকেয়া বিল পরিশোধের জন্য তাগাদা দিয়েছে। বকেয়া পরিমাণ ৮৪ কোটি ডলার, যার মধ্যে ২০ থেকে ২৫ কোটি ডলার দ্রুত পরিশোধ করার জন্য বলা হয়েছে। আদানি গ্রুপ জানায়, পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়ার হুমকি দেওয়া হয়েছে, যা বাংলাদেশ সরকার বর্তমানে নিষ্পত্তি করার চেষ্টা করছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert