Logo

আন্তর্জাতিক    >>   ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের অঙ্গীকার ইরানের সর্বোচ্চ নেতার

ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের অঙ্গীকার ইরানের সর্বোচ্চ নেতার

ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের অঙ্গীকার ইরানের সর্বোচ্চ নেতার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের হামলার জবাবে কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। শনিবার এক বক্তব্যে খামেনি বলেন, তেহরান ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে হওয়া আক্রমণের বদলা নেবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে তিনি জানান, উভয় পক্ষকেই দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

গত ২৬ অক্টোবর ইরানের সামরিক স্থাপনায় ইসরায়েলি বিমান হামলায় চারজন নিহত হন। এর আগে ১ অক্টোবর ইরান থেকে ইসরায়েলের দিকে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর জবাব হিসেবেই ২৬ অক্টোবরের হামলা চালায় ইসরায়েল, যা নিয়ে দুদেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।

আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইরানের এমন হুমকি পরিস্থিতি আরও জটিল করে তুলছে। ইসরায়েল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং তাদের প্রধান অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্রই।

এদিকে, গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলিরা হামলা চালাচ্ছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যেও থেমে থেমে পাল্টাপাল্টি হামলা চলছিল। ইরানের মিত্র হামাস ও হিজবুল্লাহ বর্তমানে ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ চালাচ্ছে।