Logo

খেলাধুলা    >>   ভারতের মাটিতে টেস্টে প্রথমবার হোয়াইটওয়াশের রেকর্ড নিউজিল্যান্ডের

ভারতের মাটিতে টেস্টে প্রথমবার হোয়াইটওয়াশের রেকর্ড নিউজিল্যান্ডের

ভারতের মাটিতে টেস্টে প্রথমবার হোয়াইটওয়াশের রেকর্ড নিউজিল্যান্ডের

ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতা যে কোনো দলের জন্য বিরাট চ্যালেঞ্জ, কিন্তু হোয়াইটওয়াশ করা যেন যুদ্ধ জয়ের মতোই। এই অভাবনীয় কৃতিত্ব এবার অর্জন করল নিউজিল্যান্ড, ভারতের মাটিতে তাদের প্রথম তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে। রবিবার (৩ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ড ২৫ রানের জয় পায়। এই ম্যাচে কিউই স্পিনার অ্যাজাজ প্যাটেলের দুর্দান্ত বোলিংয়ে ভারত ১৪৭ রানের লক্ষ্যে ১২১ রানে অলআউট হয়।

এর আগে বেঙ্গালুরুতে প্রথম টেস্টে ৮ উইকেটে জিতেছিল নিউজিল্যান্ড, আর পুনেতে দ্বিতীয় ম্যাচে তারা ভারতের বিপক্ষে ১১৩ রানের বড় জয় পায়। উল্লেখ্য, এই সিরিজের আগে ভারতের মাটিতে নিউজিল্যান্ডের জয় সংখ্যা ছিল মাত্র দুটি। প্রথমটি ১৯৬৯ সালে নাগপুরে এবং দ্বিতীয়টি ১৯৯৮ সালে ওয়াংখেড়েতে। তবে ভারতের মাটিতে এমন হোয়াইটওয়াশ তাদের জন্য অভাবনীয় ছিল, বিশেষত দলটির অন্যতম সেরা ব্যাটার কেন উইলিয়ামসনকে ছাড়াই।

রবিবারের ম্যাচে কিউইদের দেয়া ১৪৭ রানের টার্গেট নিয়ে ভারতের শুরুতেই বিপর্যয়। ম্যাট হেনরি রোহিত শর্মাকে দ্রুত ফিরিয়ে শুরুটা করেন, এরপর অ্যাজাজ প্যাটেল নিজের স্পিন দিয়ে শুভমান গিল ও বিরাট কোহলিকে সাজঘরে পাঠিয়ে চাপ তৈরি করেন। রিশভ পন্ত একাই ভারতের সংগ্রামের মেরুদণ্ড হয়ে লড়াই চালিয়ে যান, তবে পন্তের বিদায়ের পর দ্রুত ধসে যায় ভারতের জয়ের আশা।

ভারতের ১২১ রানে থেমে যাওয়ার পেছনে প্যাটেল ভূমিকা রাখেন ৬ উইকেট নিয়ে। তার সঙ্গী হয়ে গ্লেন ফিলিপস ৩ উইকেট এবং হেনরি ১ উইকেট তুলে নেন। ভারতের বিপক্ষে এমন জয় নিউজিল্যান্ডকে সন্ত্রস্ত করেছে, আর ক্রিকেট ইতিহাসে তাদের স্থায়ী জায়গা করে দিয়েছে।