ট্রাম্পের টুইটের জবাবে রাষ্ট্রদূত মুশফিকুল আনসারী
- By Jamini Roy --
- 02 November, 2024
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটের জবাব দিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। ট্রাম্প বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে টুইটে দাবি করেন, "বাংলাদেশে মব দ্বারা সংখ্যালঘুরা আক্রমণ ও লুটপাটের শিকার হচ্ছেন, দেশটি বিশৃঙ্খলায় ভুগছে।" এছাড়াও তিনি বাইডেন-হ্যারিস প্রশাসনকে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থতার জন্য সমালোচনা করেন।
এর জবাবে, বাংলাদেশ সময় শুক্রবার মুশফিকুল আনসারী তার টুইটে ট্রাম্পকে সংখ্যালঘুদের নিরাপত্তার গুরুত্ব বোঝার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, "প্রকৃত পরিস্থিতি বুঝতে সঠিক তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি।" তিনি উল্লেখ করেন যে, সুইডেন-ভিত্তিক সংবাদ সংস্থা নেত্র নিউজ ( @NetraNews )একটি ফ্যাক্ট-চেক রিপোর্ট প্রকাশ করেছে, যা বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে প্রকৃত চিত্র তুলে ধরেছে। তিনি এই রিপোর্টের লিংকও তার পোস্টে শেয়ার করেন।
মুশফিকুল আনসারী আরও বলেন, "আক্রান্তদের সহায়তা ও শান্তি প্রতিষ্ঠায় সঠিক তথ্য নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।" ২১ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ সরকার তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়।