Logo

আন্তর্জাতিক    >>   ইরান ইসরাইলের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে

ইরান ইসরাইলের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে

ইরান ইসরাইলের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে

গাজা ও লেবাননে চলমান সংঘাত এবং অন্যান্য ইস্যুতে ইসরাইলের প্রতি ইরানের ক্ষোভ বৃদ্ধি পেয়েছে। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামরিক কর্মকর্তাদের ইসরাইলের বিরুদ্ধে ‘প্রতিশোধমূলক হামলার’ প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। এই নির্দেশনা মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইরান ৫ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে হামলা চালাবে না। তবে অন্যান্য সূত্র ইঙ্গিত দিয়েছে যে, নির্বাচনের পূর্বেই ইসরাইলের ওপর হামলা হতে পারে।

তেহরানের যুদ্ধ পরিকল্পনার সাথে যুক্ত তিনজন কর্মকর্তার মতে, খামেনি গত ২৮ অক্টোবর তার সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে হামলার পরিকল্পনার জন্য নির্দেশ দিয়েছেন। ইরানের সামরিক কর্মকর্তারা ইতোমধ্যে ইসরাইলি সামরিক লক্ষ্যবস্তু গঠনের কাজ শুরু করেছেন।

সিএনএন-এর সূত্র অনুযায়ী, ইরানের উপর ইসরাইলের সাম্প্রতিক হামলার এক ‘সুনির্দিষ্ট’ এবং ‘বেদনাদায়ক’ প্রতিক্রিয়া দেখা যাবে, যা মার্কিন নির্বাচনের আগে ঘটতে পারে। সূত্র জানিয়েছে, ইহুদিবাদী শাসকদের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া হবে ‘সুনির্দিষ্ট’ এবং ‘বেদনাদায়ক’।

আয়াতুল্লাহ খামেনি তার জেনারেলদের বলেছেন, ইহুদিবাদীদের হামলার কোনো প্রতিক্রিয়া না জানানো মানে তাদের কাছে পরাজয় স্বীকার করা।

ইরানের বিপ্লবী গার্ড কর্পসের ডেপুটি কমান্ডার জেনারেল আলি ফাদাভি বলছেন, ইহুদিবাদী আগ্রাসনের বিরুদ্ধে তাদের প্রতিক্রিয়া নিশ্চিত। তিনি উল্লেখ করেন, গত ৪০ বছরে ইরান কখনোই কোনো আগ্রাসনকে উত্তরহীন রাখেনি এবং তারা একটি অভিযানের মাধ্যমে সব কিছু ধ্বংস করতে সক্ষম।

ইরান হামলা পরিচালনার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার না করে বরং ইরাকের ভূখণ্ড থেকে হামলা চালানোর পরিকল্পনা করছে। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে আক্রমণ করতে পারে এবং এই হামলা পরিচালনার জন্য বিপুল সংখ্যক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে।

ইরাকের মধ্যে ইরানপন্থি মিলিশিয়াদের মাধ্যমে হামলা চালানো ইরানের কৌশলগত লক্ষ্য। এটি ইসরাইলি হামলা এড়াতে সাহায্য করবে এবং হামলার প্রচেষ্টার অংশ হিসেবে নিজেদের ভূখণ্ড ব্যবহার না করেও সফল হওয়ার সুযোগ দেবে।