Logo

খেলাধুলা    >>   প্যারিসের থিয়েটার দু সাতেলে আজ ঘোষণা করা হবে ব্যালন ডি’অর জয়ীর নাম

প্যারিসের থিয়েটার দু সাতেলে আজ ঘোষণা করা হবে ব্যালন ডি’অর জয়ীর নাম

প্যারিসের থিয়েটার দু সাতেলে আজ ঘোষণা করা হবে ব্যালন ডি’অর জয়ীর নাম

প্যারিসের অন্যতম ঐতিহ্যবাহী থিয়েটার হল থিয়েটার দু সাতেলে, যেখানে যুগের পর যুগ নানা হাসি-কান্নার গল্প উপস্থাপিত হয়েছে। তবে আজকের সন্ধ্যায় থিয়েটারটি মুখরিত হবে ফুটবল দুনিয়ার মানুষের পদচারণায়, কারণ এখানেই ঘোষণা করা হবে এ বছরের ব্যালন ডি’অর জয়ীর নাম।

আজকের এই বিশেষ সন্ধ্যায় ব্যালন ডি’অর নামের যে ‘অপেরা’ মঞ্চস্থ হবে, সেখানে হাসি ফুটবে কাদের মুখে? বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর যার হাতে উঠবে, তিনিই হবেন এই অপেরার নায়ক। কে হবেন সেই নায়ক—ভিনিসিয়ুস জুনিয়র, নাকি রদ্রি?

ফ্রাঞ্চ ফুটবল সাময়িকী আগেই প্রকাশ করেছে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে থাকা ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা। ফুটবল বিশেষজ্ঞ ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এবারের ব্যালন ডি’অরের মূল লড়াইটি হবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস ও স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রির মধ্যে। মাঠে দুজনের ভূমিকা ভিন্ন হলেও সেরা হওয়ার স্বপ্নে এক তারা।

তালিকায় আরও আছেন রিয়াল মাদ্রিদ থেকে জুড বেলিংহাম, টনি ক্রুস ও দানি কারবাহাল, এবং পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। বার্সেলোনা থেকে আছেন তরুণ লামিনে ইয়ামাল, ম্যানচেস্টার সিটি থেকে আছেন রদ্রি ও আর্লিং হলান্ড।

বাংলাদেশ সময় রাত ১টায় এই প্রতিযোগিতার চূড়ান্ত ফল ঘোষণা হবে। তখন দেখা যাবে, কে গলায় বিজয়ের মালা পরতে যাচ্ছেন, থিয়েটার দু সাতেলে থেকে বিশ্ব ফুটবলে নতুন সেরা কে হয়ে উঠবেন





P.S 220 Winter concert

P.S 220 Winter concert