Logo

অর্থনীতি    >>   আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সভায় যোগ দিতে অর্থ উপদেষ্টা ও গভর্নরের যুক্তরাষ্ট্র যাত্রা

আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সভায় যোগ দিতে অর্থ উপদেষ্টা ও গভর্নরের যুক্তরাষ্ট্র যাত্রা

আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সভায় যোগ দিতে অর্থ উপদেষ্টা ও গভর্নরের যুক্তরাষ্ট্র যাত্রা

আজ সোমবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সভায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সকাল ৬টা ২০ মিনিটে তিনি ঢাকা ত্যাগ করেন। এই বার্ষিক সভা শুরু হয়ে চলবে ২৬ অক্টোবর পর্যন্ত।

বাংলাদেশের জন্য আইএমএফের সঙ্গে ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি চলছে। এ ছাড়া আরও ৩০০ কোটি ডলারের ঋণের বিষয়ে আলোচনা হবে এবারের বৈঠকে।

সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে দলটির অন্যান্য সদস্যদের মধ্যে আছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, অতিরিক্ত সচিব ফরিদ আজিজ এবং অর্থ উপদেষ্টার একান্ত সচিব আসিফ ইকবাল। তাঁদের সঙ্গে যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক শরিফা খান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং ইকোনমিক মিনিস্টার মো. ফজলে রাব্বীও যুক্ত হবেন।

আগামীকাল মঙ্গলবার অর্থ উপদেষ্টা ভি-২০ ফোরামের মন্ত্রী পর্যায়ের সংলাপে অংশ নেবেন। এই ফোরামটি ২০১৫ সালে গঠিত হয়েছিল এবং এর সদস্য দেশগুলো জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।

বুধবার অর্থ উপদেষ্টার দুটি বৈঠক রয়েছে—একটি ওপেক ফান্ডের প্রেসিডেন্ট আবদুল হামিদ আলখলিফার সঙ্গে এবং অন্যটি বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজের সঙ্গে।

বৃহস্পতিবার ভি-২০ মিনিস্ট্রিয়ালের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। শুক্রবার সকালে অর্থ উপদেষ্টা প্লেনারি অধিবেশনে অংশ নেবেন এবং বিকেলে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) প্রেসিডেন্ট জিন লিকুইনের সঙ্গে বৈঠক করবেন।

বার্ষিক সভার শেষ দিন ২৬ অক্টোবর অর্থ উপদেষ্টার বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্না বেজার্ডের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক রয়েছে। এরপর তিনি ঢাকার উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ করবেন। অন্যরা কয়েক দিন ছুটি কাটাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert