Logo

আন্তর্জাতিক    >>   কাশ্মীরে হামলাকারীদের কল্পনাতীত শাস্তির হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর

কাশ্মীরে হামলাকারীদের কল্পনাতীত শাস্তির হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর

কাশ্মীরে হামলাকারীদের কল্পনাতীত শাস্তির হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

কাশ্মীরের পহেলগামে নিরীহ পর্যটকদের হত্যাকারী এবং এই হামলার নেপথ্যে যারা রয়েছে তাদের  কোনোভাবেই ছাড় দেবে না ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  বলেছেন, ওই হামলাকারীদের এমন সাজা দেওয়া হবে যা তাদের কল্পনারও অতীত।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিহারের এক সভায় দেশবাসীকে আশ্বাস দেওয়ার পাশাপাশি বিশ্বনেতা যারা হামলার পর ভারতের পাশে দাঁড়িয়েছেন তাদের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন তিনি।

মোদী বলেছেন, বিহারের মাটি থেকে আমি পুরো বিশ্বকে বলছি- ভারত প্রত্যেক সন্ত্রাসীকে এবং তাদের যারা সমর্থন করছে, তাদের চিহ্নিত করবে এবং সাজা দেবে। পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে হলেও তাদের খুঁজে বের করা হবে বলে জানান নরেন্দ্র মোদি।

নরেন্দ্র মোদি আরো বলেন, সন্ত্রাসবাদ কখনোই ভারতের মনোবল ভাঙতে পারবে না। ন্যায়বিচারের জন্য সব ধরনের চেষ্টা করা হবে। যারা মনুষ্যত্বে বিশ্বাস করে, তারা প্রত্যেকে আমাদের সঙ্গে রয়েছেন। যেসব দেশ এই সময় আমাদের পাশে দাঁড়িয়েছেন, সেসব দেশের নাগরিক এবং তাদের শীর্ষ নেতৃত্বের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলতে চাই।

জাতীয় পঞ্চায়েতরাজ দিবস উপলক্ষে বিহারে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণের সময় এসব কথা বলেন ভারতীয় প্রধানমন্ত্রী। পহেলগামে পর্যটকদের ওপর হামলার পর এটাই প্রথম প্রকাশ্যে বক্তব্য রাখলেন তিনি।

দেশবাসীর উদ্দেশ্যে নরেন্দ্র মোদি বলেন, জম্মু-কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসীরা নিরপরাধ দেশবাসীদের যে নির্মমতার সঙ্গে হত্যা করেছে, তাতে পুরো দেশ ব্যথিত।

তিনি আরো বলেন, আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, যারা এই হামলা করেছে সেই সন্ত্রাসীরা এবং এই ষড়যন্ত্রের পরিকল্পনাকারীরা তাদের কল্পনার চেয়ে বড় সাজা পাবে। সূত্র: বিবিসি