
অ্যাপল ও মেটাকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা করলো ইউরোপীয় ইউনিয়ন
Progga News Desk:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক-বিরোধের মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবার দুই বৃহৎ মার্কিন প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আইফোন ও কম্পিউটার নির্মাতা অ্যাপলকে ৫০০ মিলিয়ন ইউরো এবং ফেসবুকের মূল কোম্পানি মেটাকে ২০০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে।
বুধবার ব্রাসেলসে ইউরোপীয় কমিশন জানিয়েছে, প্রতিষ্ঠান দুটি ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) আইন লঙ্ঘন করেছে। ডিজিটাল আইন লঙ্ঘনের দায়ে এই দুই মেগা মার্কিন প্রযুক্তি কোম্পানির জরিমানার বিষয়ে ইইউর এই সিদ্ধান্ত ইউরোপের সংবাদমাধ্যমগুলোতে শিরোনাম হয়েছে।
এই প্রথমবার ইউরোপীয় ইউনিয়ন এই আইনের আওতায় জরিমানা করল। ২০২২ সালে প্রণীত এই আইনে বড় ইন্টারনেট কোম্পানিগুলোকে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোকে উন্মুক্ত রাখার বাধ্যবাধকতার বিষয়ে বলা হয়। এখন এই আইন লঙ্ঘনের জন্য ব্রাসেলস ১০ শতাংশ পর্যন্ত বার্ষিক আয়ের সমপরিমাণ জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে। তবে বুধবার ঘোষিত জরিমানাগুলি সম্ভাব্য জরিমানা থেকে অনেক কম। কেন কম বিষয়টি এখনো স্পষ্ট নয়।
ডিজিটাল নীতির দায়িত্বে থাকা ইউরোপীয় কমিশনার তেরেসা রিবেরা ও হেন্না ভির্ককুনেন সিদ্ধান্তের বিষয়টি ব্যক্তিগতভাবে ব্যাখ্যা করেননি। সময়াভাবে তারা এই ঘোষণার সময় অনুপস্থিত ছিলেন বলে জানানো হয়। তবে ব্রাসেলসের বিশ্লেষকদের মতে, তারা ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্ব এড়াতেই এমনটা করেছেন। ট্রাম্প ইতিমধ্যেই ইইউর আইনগুলোকে ‘অন্যায্য’ বলে চিহ্নিত করেছেন।
কমিশনের একজন মুখপাত্র জানান, এই জরিমানার পেছনে কেবলমাত্র ইন্টারনেট-ভিত্তিক প্রতিযোগিতার সুরক্ষা এবং ইউরোপে ভোক্তাদের স্বার্থ রক্ষার জন্য করা হয়েছে। অ্যাপলকে তাদের অ্যাপ স্টোরে কঠোর নিয়মের কারণে শাস্তি দেওয়া হয়েছে। মেটার অপরাধ তারা ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাপের সাবস্ক্রিপশন মডেল চালু করে তথ্য সুরক্ষা ও ব্যবহারকারীদের স্বাধীনতার বিধান লঙ্ঘন করেছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কুপারটিনোতে অবস্থিত অ্যাপলের সদর দপ্তর ঘোষণা করেছে যে তারা ইইউর সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। এই আইন ব্যবহারকারীদের তথ্য সুরক্ষা ও নিরাপত্তার ক্ষতি করে। মেটাও ইইউর এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, ‘ইইউ কমিশন মেটার ওপর বহু বিলিয়ন ইউরোর শুল্ক আরোপ করে আমাদের ব্যবসায়িক মডেল পরিবর্তন করতে বাধ্য করছে।
অন্যদিকে ইইউর ভোক্তা ও সফটওয়্যার বিশেষজ্ঞরা এই জরিমানাকে সঠিক সিদ্ধান্ত বলে জানিয়েছে। ভিডিও গেম ডেভেলপার এপিক গেমসের প্রধান টিম সুইনি এই সিদ্ধান্তকে ‘বিশ্বব্যাপী সফটওয়্যার ডেভেলপারদের জন্য সুসংবাদ’ বলে বর্ণনা করেছেন। এপিক গেমস তাদের অ্যাপ স্টোরের ব্যবসায়িক পদ্ধতির জন্য অ্যাপল ও গুগলের বিরুদ্ধে মামলা করেছে। কোম্পানিটি ইতিপূর্বে যুক্তরাষ্ট্রে আংশিকভাবে সফল হয়েছে, এখন ইইউতেও তাদের যুক্তির পক্ষে সমর্থন পেল।
ইউরোপীয় ভোক্তা সুরক্ষা সংগঠন বিউকের প্রধান অগাস্টিন রেইনাও এই সিদ্ধান্তের বিষয়ে একমত। তিনি বলেন, ভোক্তাদের আরও পছন্দের অধিকার রয়েছে। ‘অ্যাপল ও মেটার কাছে ডিজিটাল মার্কেটস অ্যাক্ট মেনে চলার জন্য প্রচুর সময় ছিল, কিন্তু তারা তা করতে বিলম্ব করেছে। এ ছাড়া তাদের সুবিধার জন্য নিয়ম গুলিকে ভুল ব্যাখ্যা করার চেষ্টা করেছে।’
ইউরোপীয় পার্লামেন্টে সব রাজনৈতিক দলের সদস্যরা মার্কিন প্রযুক্তি করপোরেশনগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় পার্লামেন্ট থেকে বলা হয়েছে, যদি আমরা দৃঢ়ভাবে আমাদের আইন প্রয়োগ করি, তবেই আমরা ইউরোপের ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত করতে পারব। ইউরোপীয় সামাজিক গণতান্ত্রিক দলের অভ্যন্তরীণ বাজার নীতির মুখপাত্র ক্যাটরিনা বার্লি বলেন, ‘এমনকি সবচেয়ে শক্তিশালী ডিজিটাল করপোরেশনগুলোও আইনের ঊর্ধ্বে নয়। জার্মানির টাজ পত্রিকাটি জানিয়েছে, এই জরিমানার সিদ্ধান্তের বিষয় এখন কী হবে, তা স্পষ্ট নয়। অ্যাপল ও মেটা তাদের অভিযোগের মাধ্যমে জরিমানা পরিশোধ বিলম্বিত করতে পারে।
বিশ্লেষকেরা বলছেন, এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি হস্তক্ষেপ করেন ও শুল্ক বিরোধের সঙ্গে ডিজিটাল মার্কেটস অ্যাক্ট আইনকে গুলিয়ে ফেলেন, তাহলে কী হবে? তা দেখতে অপেক্ষা করতে হবে। বিষয়টি হয়তো এখন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইইউও শুল্ক বিরোধের সমাধানের ওপর নির্ভর করবে। ট্রাম্প ইউরোপ থেকে অ্যালুমিনিয়াম, ইস্পাত ও গাড়ির ওপর আমদানি শুল্ক আরোপ করেছেন। তবে, ইইউ কমিশন আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য ইতিমধ্যে গৃহীত পাল্টা ব্যবস্থা স্থগিত রেখেছে। যাতে করে ভবিষ্যতে কোনো সমঝোতায় পৌঁছানো আরও কঠিন না হয়ে পড়ে।