
কাশ্মীরের হামলার ঘটনায় সন্দেহভাজন তিন জনের স্কেচ প্রকাশ
Progga News Desk:
কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় হতাহতের ঘটনায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে এমন তিন জনের স্কেচ প্রকাশ করেছে নিরাপত্তা বাহিনী। ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই এ খবর দিয়েছে।
কর্মকর্তারা বলছেন যাদের স্কেচ প্রকাশ করা হয়েছে তারা হলেন- আসিফ ফাউজি, সুলেমান শাহ ও আবু তালহা। এরা কোড নেম হিসেবে মুসা, ইউনুস ও আসিফ ব্যবহার করতো।
ঘটনাস্থল থেকে বেঁচে ফিরেছেন এমন কয়েকজনের কাছ থেকে পাওয়া বর্ণনার ভিত্তিতে এসব স্কেচ প্রস্তুত করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।সূত্র:বিবিসি