
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে অবস্থিত ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস
Progga News Desk:
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হওয়া ভারতীয় ওষুধ কোম্পানি কুসুম-এর গুদামটি ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত । ভারতে ইউক্রেনের দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে। ইউক্রেনীয় দূতাবাস দাবি করেছে, কিয়েভে ভারতীয় ওষুধ কোম্পানি কুসুম-এর গুদামে শনিবার (১২ এপ্রিল) ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী।
ইউক্রেনীয় দূতাবাস অভিযোগ করেছেন, রাশিয়া ভারতকে ‘বিশেষ বন্ধু’ বলে দাবি করলেও তারা ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা কুসুমের তৈরি শিশু ও বয়স্কদের ওষুধগুলো নির্বিচারে ধ্বংস করেছে।
ইউক্রেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হ্যারিসও এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, আজ (শনিবার) সকালে রাশিয়া ড্রোন হামলা চালিয়ে কিয়েভের একটি ওষুধ কোম্পানির সম্পূর্ণভাবে গুদাম ধ্বংস করে দিয়েছে। এখানে বৃদ্ধ ও শিশুদের প্রয়োজনীয় ওষুধ মজুদ ছিল। রাশিয়া আবারো ইউক্রেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।
তবে হ্যারিস এই হামলাটি ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে চালানো হয়েছে কিনা, সে বিষয়ে কিছু উল্লেখ করেননি।
ভারতীয় ওষুধ কোম্পানিটির অফিসিয়াল ওয়েবসাইটের তথ্যানুসারে, কুসুম হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড ১৯৯৭ সালে ভারতের নয়া দিল্লিতে প্রতিষ্ঠিত হয়। এটি সম্পূর্ণ রপ্তানি-কেন্দ্রিক একটি ওষুধ কোম্পানি। কোম্পানিটি ২০০৭ সালে রাজস্থানের ভিওয়াড়িতে একটি ফর্মুলেশন প্ল্যান্ট দিয়ে তার উৎপাদন যাত্রা শুরু করে।
বর্তমানে কুসুম হেলথকেয়ার ২৮টি দেশে কাজ করে, যার মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো, ইউক্রেন, সিআইএস দেশ (যেমন মলদোভা, উজবেকিস্তান এবং কাজাখস্তান), এমইএ দেশ (সংযুক্ত আরব আমিরাত, কেনিয়া, আইভরি কোস্ট, বেনিন এবং অন্যান্য), ভারত এবং আসিয়ান দেশ (যেমন মঙ্গোলিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়াসহ আরো কয়েকটি দেশ)।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতীয় ব্যবসায়ী রাজীব গুপ্তের মালিকানাধীন কুসুম ইউক্রেনের বৃহত্তম ওষুধ কোম্পানিগুলোর একটি। কুসুমের উৎপাদিত গুরুত্বপূর্ণ ওষুধগুলো সারা ইউক্রেনে বিক্রি হয়। রুশ বাহিনীর হামলায় গুদামে থাকা বিপুল পরিমাণ ওষুধ ধ্বংস হয়েছে।
এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাঁচটি হামলা চালিয়েছে, যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া স্থগিতাদেশের লঙ্ঘন।