
নিউইয়র্কের টাইমস স্কয়ারে ১৪৩২ বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
Progga News Desk:
নিউইয়র্কের টাইমস স্কয়ারে এনআরবি আয়োজনে ১৪৩২ বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুরের ধারা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার পরিচালনায় অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন করা হয় ।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক হলো বাঙালির তথা বাংলা ভাষাভাষীর পদচারনায় মূখরিত স্থান।বাঙালিরা নিউইয়র্ক সিটিকে ‘সাংস্কৃতিক বৈচিত্র্যের নগরী’ রূপে গড়ে তুলেছেন। ইতোমধ্যেই বাংলাদেশি কমিউনিটির অবদানের স্বীকৃতি হিসেবে নিউইয়র্কের একটি অঞ্চলকে নামকরণ করা হয়েছে ‘লিটল বাংলাদেশ’নামে।শেকড় ও সংস্কৃতিকে হৃদয়ে লালন করে এখানে বাঙালিরা পালন করেন বিভিন্ন উৎসব-অনুষ্ঠান।
বাঙালিদের সার্বজনীন উৎসবের মধ্যে অন্যতম একটি উৎসব হলো পহেলা বৈশাখ। ২০২২ সাল থেকে নিউইয়র্কে পহেলা বৈশাখ পালিত হয়ে আসছে। এ বছর বাঙালিদের জন্য পহেলা বৈশাখ আরও আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।কারন, নিউইয়র্ক রাজ্য ১৪ এপ্রিলকে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দিয়েছে। নিউইয়র্কের রাজধানী আলবেনিতে গভর্নর অফিসে বাঙালিরা প্রথম বারের মত রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় আনুষ্ঠানিকভাবে ‘বাংলা নববর্ষ’ উদযাপন করবেন।