Logo

আন্তর্জাতিক    >>   রাশিয়ার বিজয় দিবসে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানালেন পুতিন

রাশিয়ার বিজয় দিবসে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানালেন পুতিন

রাশিয়ার বিজয় দিবসে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানালেন পুতিন

Progga News Desk:

রাশিয়ার বিজয় দিবসে অংশগ্রহণের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানান পুতিন।

মঙ্গলবার রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী ৯ মে মস্কোর রেড স্কয়ারে সামরিক কুচকাওয়াজসহ বিভিন্ন অনুষ্ঠানে দিবসটি আয়োজন করা হবে।

রুশ সংবাদ সংস্থা তাসকে রুদেনকো বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সফর নিয়ে বর্তমানে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। আমন্ত্রণপত্র ইতোমধ্যে পাঠানো হয়েছে। মস্কো আশা প্রকাশ করছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুষ্ঠানে যোগ দেবেন।

রাশিয়া এ বছরের বিজয় দিবসের অনুষ্ঠানে বিভিন্ন বন্ধুত্বপূর্ণ দেশের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে।১৯৪৫ সালের জানুয়ারিতে সোভিয়েত সেনাবাহিনী জার্মানির বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে। ওই বছরের ৯ মে জার্মানির নিঃশর্ত আত্মসমর্পণের মধ্য দিয়ে যুদ্ধের সমাপ্তি হয়।

উল্লেখ্য, নরেন্দ্র মোদি গত জুলাই মাসে রাশিয়া সফর করেন, যা ছিল তার প্রায় পাঁচ বছরের মধ্যে প্রথম রাশিয়া সফর। এর আগে ২০১৯ সালে তিনি ভ্লাদিভোস্টোকে এক অর্থনৈতিক সম্মেলনে যোগ দিয়েছিলেন।