Logo

আন্তর্জাতিক    >>   ট্রাম্পের শুল্ক স্থগিতে স্বস্তিতে তাইওয়ান

ট্রাম্পের শুল্ক স্থগিতে স্বস্তিতে তাইওয়ান

ট্রাম্পের শুল্ক স্থগিতে স্বস্তিতে তাইওয়ান

Progga News Desk:

বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ ৯০ দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে স্বস্তির নিশ্বাস নেওয়া পাশাপাশি তাইওয়ান এ সুযোগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আশা ব্যক্ত করেছে। আজ বৃহস্পতিবার তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী লিন চিয়া-লাং এ আশা ব্যক্ত করেন।

যুক্তরাষ্ট্রে আমদানি করা সব পণ্যের ওপর ২ এপ্রিল বিশ্বব্যাপী বড় আকারে শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। গতকাল বুধবার থেকে এ শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল।

তবে গতকালই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে পাল্টা শুল্ক আরোপ কার্যকর হওয়ার বিষয়টি ৯০ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দেন ট্রাম্প। তবে ন্যূনতম ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে। আর চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করা হয়েছে।

ট্রাম্প তাইওয়ানের ওপর ৩২ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। যদিও তাইওয়ানের সেমিকন্ডাক্টর শিল্পকে শুল্কের আওতামুক্ত রাখা হয়; এরপরও সেখানে শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছিল।

আজ পররাষ্ট্রমন্ত্রী লিন পার্লামেন্টে সাংবাদিকদের বলেন, সরকার যুক্তরাষ্ট্রের পণ্য ক্রয় ও সেখানে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য–উদ্বৃত্ত কমিয়ে আনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনে তাইওয়ানের সবচেয়ে প্রভাবশালী সমর্থক যুক্তরাষ্ট্র।

পররাষ্ট্রমন্ত্রী লিন আরও বলেন, ‘এখন আমাদের হাতে বাড়তি ৯০ দিন আছে। আমরা এই সময়ে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আরও বিস্তৃত ও গভীরভাবে আলোচনা করতে পারব। আমরা যুক্তরাষ্ট্রের বিশাল বাজারের সুবিধা গ্রহণ করতে পারার বিষয়ে আশাবাদী।

এর আগে গত রোববার তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বলেছিলেন, তাইওয়ান যুক্তরাষ্ট্রের কাছে শূন্য শুল্ক–সুবিধা চাইবে এবং তাইপে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করবে না।