Logo

অর্থনীতি    >>   ট্রাম্পের শুল্ক আরোপ; মেক্সিকো ও আর্জেন্টিনার শেয়ারের পতন

ট্রাম্পের শুল্ক আরোপ; মেক্সিকো ও আর্জেন্টিনার শেয়ারের পতন

ট্রাম্পের শুল্ক আরোপ; মেক্সিকো ও আর্জেন্টিনার শেয়ারের পতন

Progga News Desk:

ইউএসএ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের পর বিশ্ববাজারে আতঙ্ক।এরই মধ্যে মেক্সিকান শেয়ারবাজার শুক্রবার ৪ দশমিক ৮৭ শতাংশ কমেছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের পাল্টা শুল্ক তালিকা থেকে দেশটি বাদ পড়েছে।

ট্রাম্প আর্জেন্টিনাসহ বহু দেশের ওপর ব্যাপক আমদানি শুল্ক আরোপের দুই দিন পর, শুক্রবার লেনদেনে আর্জেন্টিনার শেয়ারবাজারেও ৭ শতাংশেরও বেশি পতন হয়েছে। এদিকে বৃহস্পতিবার শেয়ারবাজারেও ০.৫৪ শতাংশ বৃদ্ধি পাওয়া সত্ত্বেও মেক্সিকান শেয়ারবাজার পতন ঘটেছে।

আর্জেন্টিনার প্রধান মেরভাল সূচক ৭ দশমিক ৩৮ শতাংশ কমেছে এবং ব্রাজিলের বোভেস্পা সূচক ২ দশমিক ৯৬ শতাংশ কমেছে।উভয় দেশই ল্যাটিন আমেরিকার বেশিরভাগ দেশের মতো ১০ শতাংশ শুল্ক আরোপের শিকার হয়েছিল। যার নিম্নতম স্তর ছিল ৫০ শতাংশ থেকে শুরু করে। সূত্র : বাসস, এএফপি