Logo

খেলাধুলা    >>   সাকিব আল হাসানের টেস্ট থেকে বিদায় পরিকল্পনা থমকে গেল

সাকিব আল হাসানের টেস্ট থেকে বিদায় পরিকল্পনা থমকে গেল

সাকিব আল হাসানের টেস্ট থেকে বিদায় পরিকল্পনা থমকে গেল

সাকিব আল হাসান ক্যারিয়ারের শেষ টেস্টটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলতে চেয়েছিলেন। ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে অংশ নিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের ইতি টানার পরিকল্পনা ছিল তাঁর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেই ম্যাচের জন্য সাকিবকে দলে রেখেছিল। সাকিবও দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর পর তিনি থেমে যান। সাকিব জানান, দেশে ‘নিরাপত্তার ঝুঁকি’ রয়েছে, যে কারণে তিনি দেশে ফিরবেন না।

বিভিন্ন সংবাদমাধ্যমে এ খবর জানানো হয় যে সাকিব আর দেশে ফিরছেন না এবং তিনি দুবাই থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন। তাঁর এই সিদ্ধান্ত ঘিরে দেশের ক্রীড়াঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়। অনেকে প্রশ্ন করতে থাকেন, কেন সাকিব দেশে ফিরতে চাইছেন না। এই রহস্য খানিকটা স্পষ্ট হয় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এক বিবৃতিতে।

গত কয়েক দিন ধরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আশেপাশে সাকিবের বিরুদ্ধে কিছু মানুষ স্লোগান দিয়েছেন এবং দেয়ালে নানা ধরনের লেখা লিখেছেন। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর কুশপুত্তলিকাও দাহ করা হয়েছে। সাকিবের বিরুদ্ধে এ ধরনের প্রতিক্রিয়ার মূল কারণ হচ্ছে, তিনি চলমান ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে কোনো মন্তব্য না করে ‘নীরব’ ছিলেন। যদিও তিনি এই নীরব থাকার জন্য দুঃখপ্রকাশ করে এ মাসের শুরুর দিকে এক ফেসবুক পোস্ট দিয়েছেন।

সাকিবের এই পরিস্থিতিতে তাঁর টেস্ট ক্যারিয়ার থেকে বিদায় নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত হয়ে গেছে।