Logo

আন্তর্জাতিক    >>   শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে ড.ইউনূসের বৈঠক

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে ড.ইউনূসের বৈঠক

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে ড.ইউনূসের বৈঠক

Progga News Desk:

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী আমরাসুরিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক সম্মেলনের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার বিমসটেক সম্মেলনের শেষ দিনে প্রধান উপদেষ্টা দিনভর ব্যস্ত সময় কাটান। সম্মেলনে বক্তব্য দেওয়া ছাড়াও তিনি সাইড লইনে থাইল্যান্ড, ভারত, ভুটান ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।