Logo

আন্তর্জাতিক    >>   কেন পুতিনের ওপর ‘খুব রেগে’ আছেন ট্রাম্প

কেন পুতিনের ওপর ‘খুব রেগে’ আছেন ট্রাম্প

কেন পুতিনের ওপর ‘খুব রেগে’ আছেন ট্রাম্প

Progga News Desk:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর খুব রেগে আছেন । মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসিকে রোববার এমনই প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প । এর মধ্য দিয়ে ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়া ও পুতিনকে নিয়ে সুর বদল করলেন মার্কিন প্রেসিডেন্ট।রোববার এনবিসির সাংবাদিক ক্রিস্টেন ওয়াকার ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বলেন, সকালে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁকে ফোন করেছিলেন । ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির ভবিষ্যৎ নিয়ে সম্প্রতি পুতিন যে মন্তব্য করেছেন ফোনকলে সে বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ক্রিস্টেন ওয়াকারের ভাষ্যমতে, ট্রাম্প তাঁকে বলেছেন, ইউক্রেনে রক্তপাত বন্ধ করার জন্য আমি ও রাশিয়া যদি একটি চুক্তিতে পৌঁছাতে না পারি, আর যদি এটা রাশিয়ার ভুলের কারণে হয় তাহলে রাশিয়া থেকে আসা সব জ্বালানি তেলের ওপর দ্বিতীয় ধাপে শুল্ক আরোপ করা হবে।

কিছুদিন আগে পুতিন বলেছিলেন, ইউক্রেনে জেলেনস্কিকে সরিয়ে একটি সাময়িক প্রশাসনকে ক্ষমতায় আনতে হবে। তারাই যুদ্ধ বন্ধে কাজ করবে এবং দেশটিতে একটি নির্বাচনের আয়োজন করবে। রুশ প্রেসিডেন্টের এই মন্তব্যের বিষয়ে ওয়াকারকে ট্রাম্প বলেন, তিনি পুতিনের ওপর ‘খুবই রাগান্বিত ও বিরক্ত’ হয়েছেন।

ইউক্রেনের তিন বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসার পর দ্রুত এই যুদ্ধ বন্ধ করতে চাচ্ছেন ট্রাম্প। ইউক্রেন ও রাশিয়া এই দুই পক্ষের সঙ্গে একটি যুদ্ধবিরতির চুক্তি নিয়ে ট্রাম্প  প্রশাসন দফায় দফায় আলোচনা করলেও এখনো কোনো অগ্রগতি আসেনি।

এ ছাড়া ইউক্রেনের ৩০ দিনের যুদ্ধবিরতির যে যৌথ প্রস্তাব কিয়েভ ও ওয়াশিংটন দিয়েছিল, তা ফিরিয়ে দিয়েছেন পুতিন। এনবিসিকে ট্রাম্প বলেন, তিনি যে রেগে আছেন তা পুতিন জানেন। তবে রুশ প্রেসিডেন্টের সঙ্গে তাঁর খুবই ভালো সম্পর্ক রয়েছে। পুতিন যদি সঠিক কাজটা করেন, তাহলে রাগ দ্রুত প্রশমিত হবে।