১৬ ঘণ্টা ধরে লিবিয়ার বিমানবন্দরে ‘জিম্মি’ নাইজেরিয়ার ফুটবলাররা
- By Jamini Roy --
- 14 October, 2024
আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বে লিবিয়া-নাইজেরিয়া ফিরতি লেগের ম্যাচটি আগামীকাল বাংলাদেশ সময় রাত একটায় হওয়ার কথা। প্রথম লেগে লিবিয়ার বিপক্ষে ১-০ গোলে জয়ের পর নাইজেরিয়া বাছাইপর্বের গ্রুপে শীর্ষে রয়েছে, তাই উড়াল দিয়েছিল দলটি ফুরফুরে মেজাজে। কিন্তু তাদের জন্য অপেক্ষা করছিল বিভীষিকাময় এক পরিস্থিতি!
নাইজেরিয়ার খেলোয়াড়রা লিবিয়ার আল আবরাক বিমানবন্দরে খাবার ও পানি ছাড়া ১৬ ঘণ্টার বেশি সময় ধরে আটকা পড়ে আছেন। নাইজেরিয়ার অধিনায়ক উইলিয়াম ট্রোস্ট-একংয়ের ‘এক্স’ অ্যাকাউন্টে প্রকাশিত পোস্ট ও ছবিগুলোতে তাদের অবস্থা কতটা ভয়াবহ তা পরিষ্কার দেখা যাচ্ছে। সেখানে দেখা যায়, ভিক্টর বোনাফাইস, কালভিন বাসেইসহ কয়েকজন খেলোয়াড় ক্লান্তিতে ভেঙে পড়েছেন। কিছু খেলোয়াড় চেয়ারে বসে ঘুমাচ্ছেন, কেউ লম্বা চেয়ারে শুয়ে পড়েছেন, আবার কেউ কানে হেডফোন লাগিয়ে বিধ্বস্ত চোখে বাইরে তাকিয়ে আছেন।
এই ঘটনার কারণে নাইজেরিয়া পরবর্তীতে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের (এনএফএফ) ডিরেক্টর অব কমিউনিকেশনস আদেমোলা ওলাজিরে জানিয়েছেন, “খেলোয়াড়েরা ম্যাচে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এনএফএফ কর্তারা তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছেন।” পাশাপাশি বিষয়টি নিয়ে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)কে আনুষ্ঠানিক অভিযোগও করা হয়েছে।
নাইজেরিয়ার খেলোয়াড়দের নিয়ে চার্টার্ড ফ্লাইটটি বেনগাজিতে নামার কথা ছিল। কিন্তু বিমানকে লিবিয়া সরকার আল-আবরাক বিমানবন্দরে অবতরণ করার নির্দেশ দেয়। সেখানে পৌঁছানোর পর খেলোয়াড়দের বিমানবন্দর ত্যাগে বাধা দেওয়া হয়। সড়কপথে আল-আবরাক থেকে বেনগাজি যেতে প্রায় ৪ ঘণ্টা লাগলেও, নাইজেরিয়ার স্কোয়াড ১৬ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে আছে।