ইতিহাসগড়া হারে বোলারদের দায় দিলেন পাক অধিনায়ক শান মাসুদ
- By Jamini Roy --
- 11 October, 2024
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইতিহাসগড়া এক পরাজয়ের সম্মুখীন হয়েছে পাকিস্তান, যেখানে প্রথম ইনিংসে ৫৫৬ রান করেও তারা ইনিংস ও ৪৭ রানে হেরে গেছে। পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ এই পরাজয়ের জন্য বোলারদের দায়ী করেছেন। বিশেষ করে শাহিন আফ্রিদি, নাসিম শাহসহ বোলারদের পারফরম্যান্সকে তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তিনি বলেন, “ইংল্যান্ড আমাদের পথ দেখিয়েছে; তারা এই পিচেই ২০ উইকেট নিয়েছিল, তাই আমরা ব্যর্থতার অজুহাত দিতে পারি না।”
শান মাসুদের বক্তব্য অনুযায়ী, টেস্ট ক্রিকেটে ২০ উইকেট না নিতে পারলে জেতা সম্ভব নয়, এবং পাকিস্তান সেই কাজটিই করতে ব্যর্থ হয়েছে। টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে প্রথম দল হিসেবে ৫০০’র বেশি রান করেও ইনিংস ব্যবধানে হারার নজির গড়ল পাকিস্তান।
ইংল্যান্ডের ব্যাটসম্যানদের আগ্রাসী ব্যাটিংয়ে পাকিস্তানের বোলাররা পুরোপুরি নিষ্ক্রিয় ছিলেন। জো রুট এবং হ্যারি ব্রুকের ঐতিহাসিক জুটির পাশাপাশি জ্যাক ক্রাউলি ও বেন ডাকেটের উল্লেখযোগ্য ইনিংসের কল্যাণে ইংল্যান্ড ৮২৩ রান তুলে ইনিংস ঘোষণা করে। ব্রুক তার ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি করেন এবং রুট ষষ্ঠবারের মতো ডাবল সেঞ্চুরি করেন, যা ইংল্যান্ডকে ২৬৭ রানের লিড এনে দেয়।
চতুর্থ দিনের শেষ বিকেলেই পাকিস্তান ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় এবং পঞ্চম দিনের সকালে ২২০ রানে অলআউট হয়ে যায়। এমন হারে দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠলেও, শান মাসুদ মূল দায় চাপিয়েছেন বোলারদের ওপর, যারা ইংল্যান্ডের ২০ উইকেট তুলতে ব্যর্থ হয়েছেন। বোলারদের মধ্যে শাহিন আফ্রিদি ১২০ রান, নাসিম শাহ ১৫৭ রান, আবরার আহমেদ ১৭৪ রান, আমের জামাল ১২৬ রান, সালমান আলি আগা ১১৮ রান, এবং সাইম আইয়ুব ১০১ রান দিয়ে বোলিং করেছেন। তবে সাইম এবং নাসিমই কেবল ২টি করে উইকেট নিতে পেরেছেন।
পরাজয়ের পরও আত্মবিশ্বাসী শান মাসুদ বলেন, “সিরিজের মাঝে আছি, ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে।” তবে তিনি স্বীকার করেছেন যে, ধারাবাহিকতার অভাব দলের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এই ফলাফল পুরো দেশকে হতাশ করেছে। মাসুদ বলেন, “আমি কখনো নিজের দায়িত্ব থেকে সরে আসি না। আমরা চেষ্টা করব ঘুরে দাঁড়াতে এবং পরবর্তী ম্যাচে ভালো করতে।