বাংলাদেশের টাকার নোট থেকে বাদ পড়ছে বঙ্গবন্ধুর ছবি: নতুন নোটের ডিজাইন প্রকাশ
- By Jamini Roy --
- 06 October, 2024
বাংলাদেশের ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তার তথ্য অনুযায়ী, দেশের সকল ধরনের ব্যাংক নোট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়া হতে পারে। অর্থ মন্ত্রণালয় নতুন ডিজাইনের জন্য ব্যাংক নোটের প্রস্তাবনা চেয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর, অর্থবিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব এলিশ শরমিন স্বাক্ষরিত একটি চিঠিতে বাংলাদেশ ব্যাংককে নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠাতে অনুরোধ জানানো হয়েছে। এতে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজরি কমিটির সুপারিশের কথা উল্লেখ রয়েছে।
আন্তর্বর্তী সরকার ২০, ১০০, ৫০০ এবং ১০০০ টাকার নতুন নোট প্রকাশ করবে, যার মধ্যে বঙ্গবন্ধুর ছবি থাকার সম্ভাবনা কম। বর্তমানে বাংলাদেশের ২ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত সমস্ত কাগুজে নোটে বঙ্গবন্ধুর ছবি রয়েছে।
নতুন নোট বাজারে আসতে দেড় বছরের বেশি সময় লাগতে পারে এবং সরকারের কাছে নোটের নতুন ডিজাইন জমা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক ছয় মাস সময় চেয়েছে।
ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের কর্মকর্তাদের মতে, প্রতিটি নোটের জন্য চারটি ভিন্ন ডিজাইন তৈরি করা হবে, যা পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। তবে নতুন ডিজাইনের নোট বাজারে আসতে ২০ থেকে ২২ মাস সময় লাগতে পারে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেননি যে শেখ মুজিবের ছবি-সম্বলিত নোট পরিবর্তন করা হবে কিনা। তবে কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যেই নতুন নোটের জন্য সুপারিশ সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে।