Logo

খেলাধুলা    >>   ১২৯ রানে সিরিজ জয় বাংলাদেশের

১২৯ রানে সিরিজ জয় বাংলাদেশের

১২৯ রানে সিরিজ জয় বাংলাদেশের

১২৯ রানের ক্ষুদ্র পুঁজি নিয়েও দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মিরাজ-তাসকিনদের বোলিং তাণ্ডবে কিংসটাউনের উইন্ডসর পার্কে বুধবার (১৮ ডিসেম্বর) টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১২৯ রান। জবাবে স্বাগতিকরা ১৮.৩ ওভারে মাত্র ১০২ রানে অলআউট হয়ে যায়।

কঠিন ব্যাটিং উইকেটে বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। ওপেনাররা দ্রুত বিদায় নেওয়ার পর মিডল অর্ডার ব্যাটাররাও রান করতে হিমশিম খেয়েছেন। তবে শেষদিকে শামিম হোসেন পাটোয়ারী একাই লড়াই করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। ১৭ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংসে তিনি মারেন ২টি চার ও ২টি ছয়।

মেহেদী হাসান মিরাজ ২৫ বলে ২৬ এবং জাকের আলী ২০ বলে ২১ রান করে দলকে সাহায্য করেন। ওয়েস্ট ইন্ডিজের গুদাকেশ মোতি ২টি উইকেট নেন, আর আকিল হোসেন, রোস্টন চেজ, আলজারি জোসেফ এবং ওবেদ ম্যাকয় নেন ১টি করে উইকেট।

১২৯ রানের লক্ষ্য রক্ষা করতে নেমে শুরুতেই জ্বলে ওঠেন তাসকিন আহমেদ। তৃতীয় ওভারে পরপর দুই বলে ব্রেন্ডন কিং (৮) এবং আন্দ্রে ফ্লেচারকে (০) আউট করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ তখন মাত্র ১৯ রানেই দুই উইকেট হারিয়ে ধুঁকছিল।

এরপর স্পিনার মেহেদী হাসান চতুর্থ ওভারে জনসন চার্লসকে (১৪) এলবিডব্লিউ করে এবং ষষ্ঠ ওভারে নিকোলাস পুরানকে (৮) আউট করে দলের শক্ত ভিত গড়ে দেন। রোভম্যান পাওয়েল (৬) ও রোমারিও শেফার্ডকে (০) ফিরিয়ে দেন হাসান মাহমুদ ও তানজিম সাকিব।

মাত্র ৪২ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া ওয়েস্ট ইন্ডিজকে কিছুটা টেনে তোলেন রোস্টন চেজ ও আকিল হোসেন। সপ্তম উইকেটে ৪৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে তারা ম্যাচে উত্তেজনা ফেরান। তবে রিশাদ হোসেনের লেগ স্পিনে সেই জুটি ভেঙে যায়। ৩৪ বলে ৩২ রান করা চেজকে বোল্ড করেন রিশাদ।

চেজ আউট হওয়ার পরপরই রিশাদ গুদাকেশ মোতিকেও আউট করেন। এরপর তানজিম সাকিব আলজারি জোসেফকে শূন্য রানে ফিরিয়ে দেন। আকিল হোসেন একাই লড়াই চালিয়ে ৩১ বলে ৩১ রান করেন, তবে শেষ পর্যন্ত তাসকিন আহমেদের শিকারে পরিণত হন।

বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ৩.৩ ওভারে ১৬ রানে ৩টি উইকেট নেন। মেহেদী হাসান, তানজিম সাকিব ও রিশাদ হোসেন নেন ২টি করে উইকেট। আর হাসান মাহমুদ নেন ১টি উইকেট।

এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই দুই ম্যাচের সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ। কঠিন উইকেটে ব্যাটারদের সংগ্রামের পর বোলারদের অসাধারণ পারফরম্যান্স দলকে জয়ের পথে নিয়ে গেছে।