মস্কোর বোমা হামলায় রাশিয়ার পারমাণবিক সুরক্ষা প্রধান নিহত
- By Jamini Roy --
- 17 December, 2024
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মস্কোতে একটি ইলেকট্রিক স্কুটারে লুকানো বোমার বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক, রাসায়নিক ও জৈবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ নিহত হয়েছেন। রুশ কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ক্রেমলিন থেকে সাত কিলোমিটার দক্ষিণ-পূর্বে রিয়াজানস্কি প্রসপেক্টে একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় কিরিলোভ তার বাসভবন ত্যাগ করছিলেন। বিস্ফোরণের তীব্রতায় কিরিলোভ ও তার এক সহকারী ঘটনাস্থলেই নিহত হন।
বিবিসি এবং আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, একটি ইলেকট্রিক স্কুটারে লুকানো বোমাটি বিস্ফোরিত হয়। রুশ টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ছবিতে ভবনের ভাঙা প্রবেশপথ এবং তুষারে পড়ে থাকা রক্তাক্ত মরদেহ দেখা গেছে।
ইগর কিরিলোভ রাশিয়ার নিউক্লিয়ার, বায়োলজিক্যাল ও কেমিক্যাল (এনবিসি) ডিফেন্স ফোর্সেসের প্রধান ছিলেন। গত সোমবার ইউক্রেনের প্রসিকিউটররা কিরিলোভকে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে অভিযুক্ত করে। তারা অভিযোগ করে, রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চলাকালে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে।
রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। তবে এ ঘটনার পরদিনই কিরিলোভের ওপর এ হামলা ঘটে। মস্কো জানিয়েছে, বোমা হামলার তদন্ত চলছে এবং অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
এর আগে, ২০২৪ সালের অক্টোবরে যুক্তরাজ্য সরকার কিরিলোভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাজ্য অভিযোগ করে, কিরিলোভ দাঙ্গা এবং রাসায়নিক এজেন্ট ব্যবহারে জড়িত ছিলেন। তবে রাশিয়া এই নিষেধাজ্ঞাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে বর্ণনা করেছিল।
বিস্ফোরণের পর ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী দ্রুত মোতায়েন করা হয়। রুশ পুলিশের পাশাপাশি তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রমাণ সংগ্রহ করছেন। মস্কো এ ঘটনার জন্য এখন পর্যন্ত কোনো পক্ষকে সরাসরি দায়ী করেনি।
ইগর কিরিলোভের হত্যাকাণ্ড আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধ এবং নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগের মধ্যে এই হত্যাকাণ্ড রাশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়ার শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তার এই হত্যাকাণ্ড রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বড় হুমকি হিসেবে দেখা দেবে।