১০০ বিলিয়ন ডলারের ক্লাব থেকে বাদ গেলেন আদানি-আম্বানি
- By Jamini Roy --
- 17 December, 2024
সোমবার (১৬ ডিসেম্বর) ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের (বিবিআই) প্রকাশিত তালিকায় ভারতের দুই ধনকুবের গৌতম আদানি ও মুকেশ আম্বানি বিশ্বের অভিজাত এলিট সেন্টিবিলিয়নিয়ার্স ক্লাব বা ১০০ বিলিয়ন ডলারের ক্লাব থেকে ছিটকে গেছেন।
ইনডেক্স অনুযায়ী, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি বর্তমানে ব্লুমবার্গের শীর্ষ ধনীদের তালিকার ১৭তম অবস্থানে আছেন, যার মোট সম্পদের পরিমাণ ৯৬ দশমিক ৭ বিলিয়ন ডলার। সাম্প্রতিক সময়ে জ্বালানি ও খুচরা ব্যবসায় ক্ষতির কারণে এবং অতিরিক্ত ঋণের জেরে তার সম্পদের পরিমাণ কমেছে। জুলাইয়ে তার সম্পদের মূল্য ছিল ১২০ দশমিক ৮ বিলিয়ন ডলার, যা কমে এখন ৯৬ দশমিক ৭ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
অন্যদিকে, আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি তালিকার ১৯তম অবস্থানে আছেন, যার মোট সম্পদের পরিমাণ ৮২ দশমিক ১ বিলিয়ন ডলার। তিনি এখন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তদন্তের আওতায় আছেন এবং এর ফলে অনিশ্চয়তা বাড়ছে। নভেম্বরে এক আদালতের রায়ের পর তার সম্পদের মূল্য কমেছে, যা জুনে ছিল ১২২ দশমিক ৩ বিলিয়ন ডলার; এখন তা ৮২ দশমিক ১ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
ব্লুমবার্গের ধনী পরিবারের তালিকায় শীর্ষে রয়েছে ওয়ালমার্টের স্বত্বাধিকারী ওয়ালটন পরিবার, যার সম্মিলিত সম্পদের মূল্য ৪৩২ দশমিক ৪ বিলিয়ন ডলার, যা বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ও মধ্যপ্রাচ্যের রাজ পরিবারের চেয়ে বেশি।