ইসরাইলের গোলান মালভূমিতে বসতি সম্প্রসারণের ঘোষণা
- By Jamini Roy --
- 16 December, 2024
ইসরাইল সিরিয়ার দখলকৃত গোলান মালভূমিতে বসতি সম্প্রসারণের একটি পরিকল্পনা অনুমোদন করেছে। এই পদক্ষেপ সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের পর তেল আবিবের পক্ষ থেকে নেয়া হয়েছে। সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, তারা গোলান মালভূমির অধিকৃত ভূখণ্ডে ‘জনসংখ্যা’ দ্বিগুণ করতে চায়। এই ঘোষণার পরই সিরিয়ায় বিদ্রোহীদের নেতৃত্বদানকারী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আবু মোহাম্মদ আল-জোলানি তেল আবিবের চলমান হামলার সমালোচনা করেন।
১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধের সময় ইসরাইল ওই এলাকাটি দখল করে নেয়। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি অবৈধ। গত ৮ ডিসেম্বর বাশার-আল আসাদের পতনের পর ইসরাইলি বাহিনী গোলান মালভূমিতে সিরিয়া ও ইসরাইলের মধ্যকার বাফার জোনে প্রবেশ করে। ইসরাইলের দাবি, দামেস্কের নিয়ন্ত্রণ পরিবর্তনের মানে হলো পূর্বের যুদ্ধবিরতি চুক্তি বাতিল হয়ে গেছে।
গোলান মালভূমি হলো সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত প্রায় ১৮০০ বর্গকিলোমিটার (প্রায় ১০০০ বর্গমাইল) আয়তনের এক পাথুরে মালভূমি। ইসরাইলের উত্তর-পূর্বাঞ্চল স্পর্শ করা এই অঞ্চলটি বর্তমানে ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণে আছে। গোলানে এখন ত্রিশটির বেশি ইসরাইলি বসতি রয়েছে, যেখানে প্রায় ২০ হাজার মানুষ বাস করে। যদিও আন্তর্জাতিক আইন অনুযায়ী এই বসতি অবৈধ, ইসরাইল তা মানতে রাজি নয়। গোলান মালভূমিতে বসতি স্থাপনকারীদের পাশাপাশি ২০ হাজারের মতো সিরীয় নাগরিকও রয়েছে, যারা ইসরাইলের নিয়ন্ত্রণে যাওয়ার পরও সেখানে বসবাস করছেন।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘ইসরাইল ওই ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ অব্যাহত রেখে উন্নয়নের পাশাপাশি সেখানে বসতি স্থাপন করবে।’