পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত
- By Jamini Roy --
- 15 December, 2024
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার গোলবুনিয়া গ্রামের রামাইখাল এলাকায় এই ঘটনা ঘটে। এলাকায় আধিপত্য বিস্তার এবং রাবনাবাদ নদীতে মাছ ধরা নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত হয়।
রাবনাবাদ নদীতে মাছ ধরা স্থানীয়দের আয়ের প্রধান উৎস। চম্পাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাহতাব মিয়া নদীর বিশাল এলাকাজুড়ে খুঁটা জাল বসিয়ে রাখেন, যা অন্যান্য জেলেদের মাছ ধরার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়। এ নিয়ে স্থানীয় জেলেদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল।
গত শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি নেতা মাহতাব ও স্বপন খান কলাপাড়া থেকে চম্পাপুরের উদ্দেশে যাওয়ার সময় স্থানীয় জেলেরা তাদের পথ আটকানোর চেষ্টা করেন। এ সময় স্বপন খানকে লাঠি দিয়ে আঘাত করা হয়।
এরপর শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সাবেক ছাত্রদল সভাপতি ফয়সাল হাওলাদার ৩নং ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক রাজমনিকে মারধর করেন। এতে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। দুপুরে ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ ঘটনাস্থলে পৌঁছালে মাহতাব গ্রুপ এবং ইউনিয়ন কৃষকদলের সাধারণ ফয়সাল মুন্সী গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষে লাঠি, ইট-পাটকেল ব্যবহার করা হয়। এতে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, "এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এ সংঘর্ষের ফলে চম্পাপুর ইউনিয়নে জনমনে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কার্যকর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।