জাতিসংঘে গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাস
- By Jamini Roy --
- 12 December, 2024
গাজা উপত্যকায় অবিলম্বে স্থায়ী এবং নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বানে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হয়েছে। স্থানীয় সময় বুধবার (১১ ডিসেম্বর) নিউইয়র্কে এই প্রস্তাব নিয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৫৮টি ভোট প্রস্তাবের পক্ষে পড়ে, বিপক্ষে পড়ে ৯টি এবং ১৩টি দেশ ভোটদানে অনুপস্থিত থাকে।
এই প্রস্তাবের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির দাবি জানানো হয়েছে। পাশাপাশি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ-এর কার্যক্রমের প্রতি সমর্থন প্রকাশ করা হয়।
ইসরাইলের একটি নতুন আইন, যা জাতিসংঘের এই সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করার চেষ্টা করছে, তার নিন্দা জানিয়ে একটি পৃথক প্রস্তাবও পাস হয়েছে। এই প্রস্তাবের পক্ষে ১৫৯টি ভোট, বিপক্ষে ৯টি, এবং ১১টি ভোট বিরত ছিল।
এর আগে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একই ধরনের একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে বাতিল হয়। তবে সাধারণ পরিষদে পাস হওয়া সিদ্ধান্তগুলো বাধ্যতামূলক বাস্তবায়নের ক্ষমতা রাখে না।
স্লোভেনিয়ার জাতিসংঘের রাষ্ট্রদূত স্যামুয়েল জবোগার বলেছেন, "গাজার আর কোনো অস্তিত্ব নেই। এটি ধ্বংস হয়ে গেছে। বেসামরিক মানুষ ক্ষুধা, হতাশা এবং মৃত্যুর মুখোমুখি। এই যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই। এখনই যুদ্ধবিরতি প্রয়োজন।"
তিনি আরও বলেন, "জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনার জন্য আমাদের দ্রুত ব্যবস্থা নিতে হবে।"
গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরাইলে আক্রমণ চালানোর পর থেকে গাজায় ইসরাইলি বাহিনী অবিরাম বিমান এবং স্থল হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলায় গাজায় নিহতের সংখ্যা ৪৪ হাজার ৮০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ১ লাখ ৬ হাজারেরও বেশি মানুষ।
এই প্রস্তাবের মাধ্যমে গাজার ভয়াবহ পরিস্থিতি এবং মানবিক সংকট তুলে ধরা হয়েছে। যদিও সাধারণ পরিষদে প্রস্তাব পাস হওয়া একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি, তবে এর বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া এখনো অনিশ্চিত।