Logo

অপরাধ    >>   ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান: রায়ের স্থগিতাদেশ শুনানি চলতি সপ্তাহে

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান: রায়ের স্থগিতাদেশ শুনানি চলতি সপ্তাহে

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান: রায়ের স্থগিতাদেশ শুনানি চলতি সপ্তাহে

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি এ সপ্তাহেই অনুষ্ঠিত হবে। আপিল বিভাগ রোববার (৮ ডিসেম্বর) এই শুনানির দিন ধার্য করে। বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই সিদ্ধান্ত জানায়।

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে আবেদন করা হয়। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক গত ২ ডিসেম্বর এই তথ্য নিশ্চিত করেন।

২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য একটি রিট করেন। এই রিটের পরিপ্রেক্ষিতে, ২০২০ সালের ১০ মার্চ হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে রায় দেন।

এই রায়ের আলোকে, ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভা ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করে। এ সিদ্ধান্ত দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে স্লোগানটির অঙ্গীভূত সম্পর্কের প্রতিফলন হিসেবে দেখা হয়।

রবিবার আপিল বিভাগের বেঞ্চ জানায়, চলতি সপ্তাহে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। আবেদনটি হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে করা হয়েছে।

‘জয় বাংলা’ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এই স্লোগানটি স্বাধীনতাকামী বাঙালিদের ঐক্যের প্রতীক হয়ে ওঠে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধকালীন সময় থেকে এই স্লোগানটি একটি জাতীয় চেতনায় পরিণত হয়েছে।

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানির পর আপিল বিভাগ কী সিদ্ধান্ত নেয়, তা নিয়ে সারা দেশজুড়ে কৌতূহল বিরাজ করছে। বিচার বিভাগের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে জনগণ।