Logo

খেলাধুলা    >>   গ্লোবাল সুপার লিগের ফাইনালে সোহানের দল

গ্লোবাল সুপার লিগের ফাইনালে সোহানের দল

গ্লোবাল সুপার লিগের ফাইনালে সোহানের দল

গ্লোবাল সুপার লিগের লিগ পর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের লাহোর কালান্দার্সকে ২৩ রানে (ডিএলএস নিয়মে) হারিয়ে ফাইনালে জায়গা করে নিল রংপুর রাইডার্স। বৃষ্টির কারণে ৯ ওভারে নেমে আসা ম্যাচে দুর্দান্ত বোলিং ও ব্যাটিং প্রদর্শনীতে জয় তুলে নেয় নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে রংপুর শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করে। সৌম্য সরকারের ঝোড়ো ইনিংসে প্রথম ৪.৫ ওভারেই দলটি ৫০ রান পূর্ণ করে। সৌম্য ১৩ বলে ২২ রান করেন। সঙ্গী সাইফ হাসান ১৪ বলে ২৭ রানে অপরাজিত থাকেন। ওপেনার স্টিভেন টেলর ২৭ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন।
বৃষ্টির কারণে খেলা সংক্ষিপ্ত হলে রংপুর ৯ ওভারে ১ উইকেটে ৮৫ রানের পুঁজি পায়। ডিএলএস নিয়মে লাহোরের সামনে লক্ষ্য দাঁড়ায় ১১১ রান।

জবাবে ব্যাট করতে নেমে লাহোর কালান্দার্স শুরুতেই শেখ মেহেদির দুর্দান্ত বোলিংয়ে বিধ্বস্ত হয়। মেহেদির প্রথম ওভারেই তিনটি উইকেট পড়ে যায়। তৃতীয় বলে তার হাতে লেগে স্টাম্পে আঘাত হানলে রানআউট হন অ্যাডাম রসিংটন। পরের বলেই লুক ওয়েলসকে স্টাম্পড করেন উইকেটকিপার নুরুল হাসান। এরপর মেহেদির পঞ্চম বলেই বোল্ড হন মোহাম্মদ ফাইজান।
মেহেদি তার দ্বিতীয় ওভারে মোহাম্মদ আখলাককে আউট করে লাহোরের বিপর্যয় আরও বাড়িয়ে দেন। মাত্র ১৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লাহোর।

মির্জা বেগ (২০ বলে ৩১) ও টম অ্যাবেল (১২ বলে ২৫) কিছুটা চেষ্টা করলেও দলকে ম্যাচে ফিরিয়ে আনতে ব্যর্থ হন। শেষদিকে ফাহিম আশরাফ ৯ বলে অপরাজিত ১৮ রান করলেও জয় সম্ভব হয়নি। লাহোর ৭ উইকেটে ৮৭ রানে থামে। রংপুর জয় পায় ২৩ রানে।

মেহেদি হাসান তার ২ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন। জ্যাক চ্যাপেল নেন ২টি উইকেট। মেহেদির এ পারফরম্যান্স তাকে ম্যাচের নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করে।

এই জয়ে রংপুর ৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে ফাইনালে জায়গা করে নেয়। আগামীকাল (৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টায় ফাইনালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার মুখোমুখি হবে তারা।

রংপুর রাইডার্স: ৯ ওভারে ৮৫/১ (স্টিভেন টেলর ৩২*, সাইফ হাসান ২৭*, সৌম্য সরকার ২২; মির্জা বেগ ১/১২)।
লাহোর কালান্দার্স: (লক্ষ্য ৯ ওভারে ১১১) ৯ ওভারে ৮৭/৭ (মির্জা বেগ ৩১, টম অ্যাবেল ২৫; মেহেদি হাসান ৩/১১, চ্যাপেল ২/১৭)।
ফল: রংপুর রাইডার্স ২৩ রানে জয়ী (ডিএলএস মেথড)।
ম্যান অব দ্য ম্যাচ: স্টিভেন টেলর।