Logo

খেলাধুলা    >>   বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, অধিনায়কের আত্মবিশ্বাসী বার্তা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, অধিনায়কের আত্মবিশ্বাসী বার্তা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, অধিনায়কের আত্মবিশ্বাসী বার্তা

আগামীকাল (বৃহস্পতিবার) সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। বিকেল ৪টায় দুবাইয়ে শুরু হবে ম্যাচটি। এবার বিশ্বকাপে নিজেদের জয়খরা কাটিয়ে উঠতে দৃঢ়প্রতিজ্ঞ টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বুধবার বিসিবির পাঠানো বার্তায় নিগার সুলতানা বলেন, “আমি বলব যে, পুরো দলের জন্য এই বিশ্বকাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ২০১৪ সালের পর তেমন কোনো সাফল্য পাইনি, তাই আমরা চাই এই বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে।”

বাংলাদেশ নারী দল তাদের আগের চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো জয় পায়নি, যা দলের জন্য হতাশার। এবার সেই অতীত বদলানোর স্বপ্ন দেখছেন অধিনায়ক জ্যোতি। তিনি বলেন, "এটা খুবই হতাশাজনক যে আমরা এখনো কোনো ম্যাচ জিততে পারিনি, কিন্তু আমি বিশ্বাস করি এবার সেই হতাশা ঘোচাতে পারব। আগামীকালকের ম্যাচ দিয়েই শুরু করতে চাই।”

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয় পাওয়া বাংলাদেশ দলকে আত্মবিশ্বাসী করেছে। সেই ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ভালো ফল করতে চান অধিনায়ক। জ্যোতি আরও বলেন, “পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ার্মআপ ম্যাচে আমাদের ব্যাটিং ইউনিট ভালো করেছে, ব্যাটাররা ভালো স্কোর করেছে এবং বোলাররা দারুণভাবে সাপোর্ট দিয়েছে। দলের সবাই একে অপরকে মাঠে সমর্থন করেছে, এবং আমরা এখন বেশ ভালো অবস্থায় আছি।”

উল্লেখ্য, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর বসেছিল ২০১৪ সালে, যার আয়োজক ছিল বাংলাদেশ। সেবার টাইগ্রেসরা ৪টি ম্যাচের মধ্যে একটিতে জয় পেয়েছিল (আয়ারল্যান্ডের বিপক্ষে)। তবে এরপরের চারটি বিশ্বকাপে তারা কোনো জয় পায়নি।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটি শুরু হবে ৩ অক্টোবর এবং ফাইনাল হবে ২০ অক্টোবর। টুর্নামেন্টের ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই এবং শারজাহর দুই স্টেডিয়ামে। বাংলাদেশ রয়েছে গ্রুপ 'বি'-তে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert