স্প্যানিশ সুপার কাপ: রিয়ালের দাপুটে জয়, ফাইনালে বার্সার মুখোমুখি
- By Jamini Roy --
- 10 January, 2025
স্প্যানিশ সুপার কাপের চূড়ান্ত মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার রাতে সেমিফাইনালে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে রিয়াল। এর আগে বার্সেলোনা সেমিফাইনালে সহজ জয় তুলে নিয়েছিল। রবিবার (১২ জানুয়ারি) মর্যাদাপূর্ণ ট্রফির লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই জায়ান্ট।
মায়োর্কার বিপক্ষে জয়টা কাগজে-কলমে সহজ মনে হলেও মাঠের বাস্তবতা ছিল অন্যরকম। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হলেও ম্যাচের প্রথমার্ধে রিয়ালকে বেশ ভুগতে হয়। গোল করার সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি দলটি।
দ্বিতীয় মিনিটেই লুকাস ভাসকেজের শট আটকে দেন মায়োর্কার গোলরক্ষক ডোমিনিক গ্রাইফ। রদ্রিগোর শটও একইভাবে ফিরিয়ে দেন তিনি। সপ্তম মিনিটে কিলিয়ান এমবাপ্পে গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে ব্যর্থ হন। এর কিছুক্ষণ পর অহেলিয়া চুয়ামেনির শটও রুখে দেন গ্রাইফ।
প্রথমার্ধে রিয়ালের গোলবঞ্চনা মায়োর্কাকে আক্রমণ শানানোর সুযোগ দেয়। ১৮ মিনিটে প্রথম আক্রমণে কাইল লারিনের ব্যর্থ হেড রিয়ালের রক্ষা করে। প্রথমার্ধের শেষ মিনিটে জুড বেলিংহ্যামের শটও পোস্টের বাইরে দিয়ে যায়।
প্রথমার্ধে ১৫টি শট নেওয়া রিয়াল দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৬৩ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন জুড বেলিংহ্যাম। ভিনিসিউস জুনিয়রের কাটব্যাক থেকে রদ্রিগোর হেড পোস্টে লেগে ফিরে আসে। এমবাপ্পের শটও গোলরক্ষক ফিরিয়ে দেন, তবে বেলিংহ্যামের ঠাণ্ডা মাথার শট মায়োর্কার জালে জড়িয়ে যায়।
যোগ করা সময়ে মায়োর্কার ডিফেন্ডার মার্টিন ভালজেন্টের আত্মঘাতী গোল রিয়ালকে দ্বিতীয় গোল উপহার দেয়। শেষ মুহূর্তে রদ্রিগো গোজ স্কোরলাইন ৩-০ করেন। লুকাস ভাসকেজের পাস থেকে প্রথম ছোঁয়ায় বল জালে পাঠান ব্রাজিলিয়ান তারকা।
বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে সুপার কাপ ফাইনাল ঘিরে উত্তেজনা তুঙ্গে। ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন রবিবারের শিরোপার লড়াইয়ের জন্য। দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স ও খেলোয়াড়দের ফর্ম এই ম্যাচকে আরও আকর্ষণীয় করে তুলবে।
রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার সুপার কাপ ফাইনাল শুধু একটি ম্যাচ নয়, এটি ফুটবলপ্রেমীদের জন্য আবেগের আরেকটি অধ্যায়। ট্রফির জন্য দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াই রোমাঞ্চকর হবে বলেই আশা করা যায়।