Logo

আন্তর্জাতিক    >>   মেক্সিকোর প্রেসিডেন্টের প্রস্তাব: যুক্তরাষ্ট্রের নাম বদলে 'মেক্সিকান আমেরিকা' রাখার আহ্বান

মেক্সিকোর প্রেসিডেন্টের প্রস্তাব: যুক্তরাষ্ট্রের নাম বদলে 'মেক্সিকান আমেরিকা' রাখার আহ্বান

মেক্সিকোর প্রেসিডেন্টের প্রস্তাব: যুক্তরাষ্ট্রের নাম বদলে 'মেক্সিকান আমেরিকা' রাখার আহ্বান

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম যুক্তরাষ্ট্রের নাম পরিবর্তন করে ‘মেক্সিকান আমেরিকা’ রাখার পরামর্শ দিয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এই প্রস্তাব করেন। ট্রাম্প মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখার কথা বলেছিলেন।

শেনবাউম বলেন, ১৬০৭ সালের একটি মানচিত্রে পুরো উত্তর আমেরিকা অঞ্চলকে ‘আমেরিকা মেক্সিকানা’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। সেই ঐতিহাসিক প্রেক্ষাপট থেকেই তিনি বলেন, "মেক্সিকান আমেরিকা, এটা শুনতে বেশ চমৎকার শোনায়।"

সংবাদ সম্মেলনে সাবেক সাংস্কৃতিক সচিব জোসে আলফোনসো সুয়ারেজ ডেল রিয়াল ব্যাখ্যা করেন যে, আমস্টারডামে কমিশন করা একটি ইউরোপীয় মানচিত্রে এই নামটি ব্যবহৃত হয়েছিল। এছাড়া, মেক্সিকোর স্বাধীনতা আন্দোলনের সময় তৈরি অ্যাপাতজিংগানের সংবিধানেও এই নাম উল্লেখ রয়েছে।

ট্রাম্পের মেক্সিকোকে মাদক কারবারিদের দ্বারা নিয়ন্ত্রিত দেশ হিসেবে উল্লেখ করার বক্তব্যকেও কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন ক্লদিয়া। তিনি বলেন, "আমাদের দেশকে এইভাবে ছোট করা যাবে না। মেক্সিকো তার ইতিহাস ও সংস্কৃতিতে গর্বিত।"





P.S 220 Winter concert

P.S 220 Winter concert