নবায়নযোগ্য শক্তি ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বিকল্প নেই: ফাওজুল কবীর খান
- By Jamini Roy --
- 30 November, 2024
বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবীর খান বলেছেন, নবায়নযোগ্য শক্তি ছাড়া দেশকে উন্নতির পথে এগিয়ে নেওয়ার আর কোনো বিকল্প নেই। তিনি আরও জানান, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের জন্য সরকার শিগগিরই রেল, সড়ক ও অন্যান্য অব্যবহৃত জমি অধিগ্রহণ করবে এবং এই উদ্দেশ্যে একটি নতুন আইন তৈরি করা হবে।
শনিবার (৩০ নভেম্বর) পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে বক্তৃতা দিতে গিয়ে ফাওজুল কবীর খান বলেন, “নবায়নযোগ্য জ্বালানির প্রসারের পথে একসময় সরকার আন্তরিক ছিল না, কিন্তু এখন সময় এসেছে দেশকে নবায়নযোগ্য শক্তির দিকে এগিয়ে নিতে। নবায়নযোগ্য শক্তি ছাড়া দেশের ভবিষ্যৎ উন্নয়ন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন হলো প্রয়োজনীয় জমির অভাব, যা নবায়নযোগ্য শক্তি উৎপাদনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সরকারের দাবি, ইকোনমিক জোন নির্মাণের নামে সাধারণ মানুষের জমি অধিগ্রহণ করা হলেও সেখানে কার্যকর কিছু বাস্তবায়ন হয়নি, ফলে নতুন কর্মসংস্থানও সৃষ্টি হয়নি।
এছাড়া, নবায়নযোগ্য শক্তি উৎপাদন এবং তার প্রসারে বড় বাধা হিসেবে অর্থায়ন সংকট ও কারিগরি প্রযুক্তির অভাবকেও উল্লেখ করেন তিনি। ফাওজুল কবীর খান বলেন, “নবায়নযোগ্য জ্বালানির প্রকৃত সমস্যা কোথায় তা চিহ্নিত করা জরুরি।”
উল্লেখযোগ্যভাবে, সরকার এখন রেল, সড়ক ও অন্যান্য অব্যবহৃত জমি অধিগ্রহণের মাধ্যমে নবায়নযোগ্য শক্তি উৎপাদনে দ্রুত এগিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে এবং এ জন্য শিগগিরই একটি আইন তৈরি করা হবে।