Logo

ইউএসএ নিউজ    >>   আজ নতুন ব্যবস্থাপনায় জ্যাকসন হাইটসে ‘আড্ডা ঘর’-এর জাঁকজমকপূর্ণ উদ্বোধন: চা, আড্ডা আর দেশি স্বাদের মিলনমেলায় প্রথম ৫০০ অতিথির জন্য ফ্রি বিরিয়ানি

আজ নতুন ব্যবস্থাপনায় জ্যাকসন হাইটসে ‘আড্ডা ঘর’-এর জাঁকজমকপূর্ণ উদ্বোধন: চা, আড্ডা আর দেশি স্বাদের মিলনমেলায় প্রথম ৫০০ অতিথির জন্য ফ্রি বিরিয়ানি

আজ নতুন ব্যবস্থাপনায় জ্যাকসন হাইটসে ‘আড্ডা ঘর’-এর জাঁকজমকপূর্ণ উদ্বোধন: চা, আড্ডা আর দেশি স্বাদের মিলনমেলায় প্রথম ৫০০ অতিথির জন্য ফ্রি বিরিয়ানি

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসে রেস্তোরাঁ ও ক্যাফের অভাব নেই। তবে নতুনত্ব, আধুনিকতা ও বাঙালিয়ানার মেলবন্ধনে এক ভিন্ন মাত্রা যোগ করতে আজ শুক্রবার (৯ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে নতুন রূপে ও নতুন ব্যবস্থাপনায় ‘আড্ডা ঘর (Adda Ghor)’।
৭২-২৩, ৩৭তম এভিনিউ, জ্যাকসন হাইটসে অবস্থিত এই ক্যাফেটি পূর্বের মালিকানা পরিবর্তনের পর সম্পূর্ণ নতুন ব্যবস্থাপনা ও আধুনিক পরিকল্পনায় সাজানো হয়েছে। বিকেল ৩টা থেকে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে ক্রেতা ও শুভানুধ্যায়ীদের জন্য রয়েছে বিশেষ চমক—প্রথম ৫০০ অতিথির জন্য সম্পূর্ণ বিনামূল্যে বিরিয়ানি পরিবেশন।


‘আড্ডা ঘর’ নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছে—
“চায়ের জন্য একটি জায়গা, আড্ডার জন্য একটি জায়গা, আর এমন একটি জায়গা যা মনে হবে নিজের ঘর।”
এখানে পাওয়া যাবে দেশি ঢঙের চা, নানা রকম স্ন্যাকস ও ডেজার্ট—যা প্রবাসী বাঙালির স্বাদ ও অনুভূতির সঙ্গে গভীরভাবে জড়িত। আধুনিক ক্যাফে স্টাইলের সঙ্গে গ্রামবাংলার আড্ডার আবহ মিলিয়ে ‘আড্ডা ঘর’ হয়ে উঠতে চায় বন্ধুদের মিলনস্থল ও প্রবাসে এক টুকরো দেশের অনুভূতি।
নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা শুধু একটি ক্যাফে নয়—একটি সাংস্কৃতিক ও সামাজিক আড্ডার কেন্দ্র গড়ে তুলতে চান, যেখানে প্রজন্ম থেকে প্রজন্মের বাঙালিরা একসাথে বসে চা পান করবে, গল্প করবে এবং দেশি স্বাদে নিজেদের ঘরের কথা মনে করবে।
উদ্বোধনী দিনে জ্যাকসন হাইটসের নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হওয়ার প্রত্যাশা করছেন আয়োজকরা।