সাবেক এমপি সুজনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
- By Jamini Roy --
- 03 November, 2024
ঠাকুরগাঁওয়ে ছাত্র-জনতার আন্দোলনে দোকানে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিদগ্ধ হয়ে চারজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (৩ নভেম্বর) অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে বিচারক রমেশ কুমার দাগা এ রায় দেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ঠাকুরগাঁওয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় একাধিক দোকানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে এবং আগুনে পুড়ে চারজন নিহত হয়। এতে সাবেক পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৯১ জন নেতাকর্মীকে আসামি করা হয়। পাশাপাশি আরও ২০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ফজলে আসম রাসেদ নামে একজন স্থানীয় ব্যক্তি আদালতে মামলাটি দায়ের করেন, যা পরে আদালতের নির্দেশে সদর থানায় এজাহার হিসেবে গ্রহণ করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ওই সহিংস ঘটনায় জড়িত ছিলেন।
আদালতে হাজির হওয়ার পর মাজহারুল ইসলাম সুজনের জামিন আবেদন নামঞ্জুর করে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।