Logo

রাজনীতি    >>   নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মুজিবনগর দিবস উদযাপন; ঘুরে দাঁড়াতে তৃণমূলের ঝটিকা মিছিলকারীদের অভিনন্দন

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মুজিবনগর দিবস উদযাপন; ঘুরে দাঁড়াতে তৃণমূলের ঝটিকা মিছিলকারীদের অভিনন্দন

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মুজিবনগর দিবস উদযাপন; ঘুরে দাঁড়াতে তৃণমূলের ঝটিকা মিছিলকারীদের অভিনন্দন

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং আওয়ামী পরিবারের উদ্যোগে আয়োজিত মুজিবনগর দিবসের আলোচনা সভায় তৃণমূলের ঝটিকা মিছিলকারীদের অভিনন্দন জানানো হয়েছে। ড. ইউনূসের নেতৃত্বাধীন অপশক্তির শত ষড়যন্ত্রের মধ্যেও দেশের তৃণমূল কর্মীদের সাহসী ঘুরে দাঁড়ানোর প্রশংসা করেন বক্তারা। একইসঙ্গে, বাংলাদেশের উন্নয়ন-অভিযাত্রা বজায় রাখতে আবারও শেখ হাসিনার নেতৃত্ব প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জামাত-শিবিরের সহিংস জঙ্গি তৎপরতা রুখে দিতে যারা আজও চরম সংকটে সংগ্রাম করছেন, তাদের সহায়তায় এগিয়ে আসা প্রতিটি দেশপ্রেমিকের দায়িত্ব। একই সাথে বক্তারা কঠোর সমালোচনা করেন তাদের, যারা আত্মগোপন করে বিদেশে অবস্থান করছেন এবং আওয়ামী লীগের সংকটে নির্লিপ্ত থেকেছেন। এ প্রসঙ্গে তৃণমূলের সঙ্গে শেখ হাসিনার সরাসরি টেলিফোন সংযোগ স্থাপনের উদ্যোগকে সাধুবাদ জানানো হয়। বক্তারা বলেন, তারই ফলশ্রুতিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হচ্ছে।

জঙ্গি হুমকি উপেক্ষা করে তৃণমূলের নেতা-কর্মীদের ঘুরে দাঁড়ানোর এই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতে আমেরিকান বন্ধুদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। পাশাপাশি, আওয়ামী লীগের দুঃসময়ে যারা দায়িত্ব এড়িয়ে বিদেশে সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, তাদের কঠোর সমালোচনাও করা হয়। বক্তারা মনে করেন, এই ধরনের নেতাদের কারণেই আওয়ামী লীগ আজ কঠিন বাস্তবতার মুখোমুখি।

গত রোববার, ২০ এপ্রিল ২০২৫, সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ১৭ এপ্রিল ১৯৭১ সালের মুজিবনগর সরকারের শপথ গ্রহণের স্মরণে ব্যারিস্টার আমিরুল ইসলামের ভিডিও সাক্ষাৎকার প্রদর্শন করা হয় এবং মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জন কর এবং সঞ্চালনা করেন দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জালাল উদ্দিন জলিল।

সম্মানিত অতিথিরা ছিলেন:-

•    হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র সাংবাদিক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা,এজেডএম সাজ্জাদ হোসেন সবুজ, সাবেক প্রেস মিনিস্টার, বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ।
আলোচনায় অংশগ্রহণ করেন এডভোকেট শাহ মো. বখতিয়ার আলী, আইনবিষয়ক সম্পাদক আখতার হোসেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা,    জালাল উদ্দিন জলিল, সভাপতি, শেখ হাসিনা মন্ত্র,    কায়কোবাদ খান, সাধারণ সম্পাদক, শেখ হাসিনা মন্ত্র     আসাফ মাসুক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা টি. মোল্লা, সহ-সভাপতি, শেখ হাসিনা মন্ত্র •    ইকবাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান •    এডভোকেট আবু বক্কার খান তুষার, সভাপতি, মানিকগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগ  •    শেখ ফারুক আহমেদ, প্রচার সম্পাদক, কৃষক লীগ •    জেসমিন আক্তার কহিনুর, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেত্রী•    রুমানা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ   • রশিদা বেগম বেবী, বরিশাল মহিলা আওয়ামী লীগ নেত্রী •    সাখাওয়াত বিশ্বাস, সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক, সেচ্ছাসেবক লীগ •    আব্দুল কাদের মিয়া, সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন (যুক্তরাষ্ট্র) •    আবুল কাশেম ভূঁইয়া, সহ-সভাপতি, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ •    দেলওয়ার হোসেন মোল্লা, সহ-সভাপতি, শেখ হাসিনা মন্ত্র
    •    জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ •    কিবরিয়া জামান, সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক লীগ •    আবির আহমেদ, যুগ্ম সম্পাদক, যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক লীগ •    মিজানুর রহমান চৌধুরী, যুবলীগ নেতা। •    জেডএ জয়, সাবেক সভাপতি, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ 
•    শহিদুল ইসলাম, সহ-সভাপতি, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ। •    আবুল হোসেন, রফিকুল ইসলাম নয়ন, প্রমুখ। আলোচনা সভার শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয় এবং সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।