পৃথিবীতে মা-ই সন্তানের প্রথম এবং শ্রেষ্ঠ শিক্ষক
- By Jamini Roy --
- 20 December, 2024
মুক্তা লোহ : একটি শিশু জন্মের পর থেকেই সাধারণত মায়ের কাছে থাকে। মা-ই তার প্রথম পাঠশালা। তাই সন্তান আদর্শ ও সৎ হওয়ার পিছনে মায়ের ভূমিকাই সবচেয়ে বেশি (বাবা-র ভুমিকা ও কম নয়)। সন্তান পৃথিবীতে কত বড় হবে, কত ভালো হবে, তার অনেকটাই নির্ভর করে মায়ের উপর। সেজন্য সর্বাগ্রে মা-কে সচেতন হতে হয়।
বন্ধুরা আমাদের সবার প্রান প্রিয় বন্ধু অধীর বিশ্বাস ও তমা বিস্বাসের একমাত্র ছেলে নিলাদ্রী বিশ্বাস পঞ্চম শ্রোনীতে যথেষ্ট ভালো রেজাল্ট করে রাজউক স্কুল এন্ড কলেজে লটারিতে চান্স পেয়েছে। বন্ধু অধীর বিশ্বাসের গর্বে আমার ও গর্বিত বাবা টা কে নিয়ে।
এসো বন্ধুরা আমরা সবাই বাবু টার জন্য আশীর্বাদ করি সে যেনো লেখা পড়া করে একজন ভালো মানুষ হতে পারে।