Logo

আন্তর্জাতিক    >>   উপদেষ্টা আসিফ নজরুলের কাছ থেকে সিআইপি সম্মাননা গ্রহণ করছেন নিউইয়র্কের পুতুল ডিষ্ট্রিবিউটর’স্-এর প্রেসিডেন্ট মিলন চৌধুরী

উপদেষ্টা আসিফ নজরুলের কাছ থেকে সিআইপি সম্মাননা  গ্রহণ করছেন নিউইয়র্কের পুতুল ডিষ্ট্রিবিউটর’স্-এর প্রেসিডেন্ট মিলন চৌধুরী

উপদেষ্টা আসিফ নজরুলের কাছ থেকে সিআইপি সম্মাননা গ্রহণ করছেন নিউইয়র্কের পুতুল ডিষ্ট্রিবিউটর’স্-এর প্রেসিডেন্ট মিলন চৌধুরী

বৈধ পথে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠানোয় অর্ন্তবর্তীকালীন সরকার আমেরিকার নিউইয়র্কের বাংলাদেশী ব্যবসায়িক প্রতিষ্ঠান পুতুল ডিষ্ট্রিবিউটরস ইনক্-এর প্রেসিডেন্ট মিলন চৌধুরীসহ ১৪  প্রবাসীকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে সম্মাননা দিয়েছে ।

আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এসব সিআইপিদের হাতে একটি ক্রেষ্ট ও সম্মাননা তুলে দেন।

তিনি বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর চার মাসে রেমিট্যান্স ২৬ শতাংশ বেড়েছে । দূতাবাসে হয়রানি বন্ধসহ তাদের সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে সরকার। বিদেশ যাওয়ার খরচ কমাতে রিক্রটিং এজেন্সিকে বলা হয়েছে, ইউরোপের দেশে দক্ষ শ্রমিক পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সভায় বিশেষ অতিথি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বিদেশে প্রবাসীরা জোরালো ভূমিকা রাখছেন। তারা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বড় ভূমিকা পালন করে চলেছেন।

আসিফ নজরুল বলেন, বিদেশে চাকরির তুলনায় বাংলাদেশে কর্মী বেশি। অনেক রিক্রটিং এজেন্সি চিন্তায় থাকে, কীভাবে শ্রমিকদের ঠকানো যায়। এদের থেকে দূরে থাকতে হবে। অদক্ষ শ্রমিকই বেশি বিদেশে যান। দক্ষতা বাড়াতে কাজ চলছে। দক্ষ শ্রমিক তৈরি করে সৌদি আরবে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। রিক্রটিং এজেন্সির সংগঠন বায়রায় প্রকৃত প্রতিনিধিত্বশীল নেতৃত্ব আনার চেষ্টা চলছে।

দূতাবাসে সহায়তা পান না বলে অভিযোগ করছেন প্রবাসীরা। এর জবাবে আসিফ নজরুল বলেন, দূতাবাসে প্রবাসীদের সঙ্গে খারাপ আচরণে খুব কষ্ট লাগে। হয়রানি কমাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে। প্রবাসীদের ভোটাধিকারের জন্যও সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

এছাড়াও অর্ন্তবর্তীকালীন সরকার হতে আমেরিকার নিউইয়র্কের বাংলাদেশী ব্যবসায়িক প্রতিষ্ঠান পুতুল ডিষ্ট্রিবিউটরস ইনক্-এর প্রেসিডেন্ট মিলন চৌধুরী সিআইপি সম্মানিত হওয়ায় কমিউনিটির নেতা ভজন সরকার ,  রন্জিত সাহা , বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠাতা ও সংগঠক সবিতা দাস , চট্টগ্রাম সমিতির সেক্রেটারি আরিফুল ইসলাম আরিফ,সংগঠক মোহাম্মদ হাবীবুল আলম , ”  সানাই “ রেস্টুরেন্ট ও পার্টি হলের মালিক রন্জিত দেব , গোপাল সাহা , শামসুন্নাহার রিমি , ফারজানা আলম , শমিক রন্জন , নিউইয়র্কের প্রজ্ঞা ফাউন্ডেশনের সভাপতি উত্তম কুমার সাহা, সাধারণ সম্পাদক পলাশ ঘোষ প্রমুখ অভিনন্দন জানান।