Logo

রাজনীতি    >>   ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনের আহ্বান জামায়াতের

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনের আহ্বান জামায়াতের

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনের আহ্বান জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন। বুধবার (৬ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন, যেদিন দেশপ্রেমিক সিপাহী-জনতা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে নেমে আসে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর জনগণ ঐক্যবদ্ধভাবে নারায়ে তাকবিরের স্লোগানে খালেদ মোশাররফের ষড়যন্ত্র প্রতিহত করেছিল।

ডা. শফিকুর রহমান বলেন, "আমাদের দেশপ্রেমিক সামরিক বাহিনী বারবার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে। ফ্যাসিবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে ছাত্র-জনতা ও সামরিক বাহিনী ঐক্যবদ্ধভাবে কাজ করেছে। বর্তমানে জাতি নানা সংকটের মুখে এবং নতুন করে চক্রান্ত শুরু হয়েছে যা দেশের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলতে পারে।"

তিনি সকল প্রকার ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, "৭ নভেম্বরের চেতনা ধরে রেখে সবাইকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার শপথ নিতে হবে। আমি জামায়াতের সকল শাখা ও দেশপ্রেমিক ছাত্র-জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যাতে ৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।"





P.S 220 Winter concert

P.S 220 Winter concert


TOP