মার্কিন কোস্টগার্ড প্রধান লিন্ডা লি ফাগানকে অপসারণ করলেন ট্রাম্প
- By Jamini Roy --
- 22 January, 2025
মার্কিন কোস্টগার্ডের প্রধান কমান্ড্যান্ট অ্যাডমিরাল লিন্ডা লি ফাগানকে তার পদ থেকে অপসারণ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২১ জানুয়ারি) দেশটির হোমল্যান্ড সিকিউরিটি দফতর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। লিন্ডা লি ফাগান মার্কিন সশস্ত্র বাহিনীর কোনো শাখায় প্রথম ইউনিফর্মধারী নারীপ্রধান ছিলেন। উল্লেখ্য, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালে লিন্ডা লি ফাগানকে কোস্টগার্ডের নেতৃত্ব দেয়ার জন্য মনোনীত করেছিলেন।
হোমল্যান্ড সিকিউরিটিবিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী বেঞ্জামিন হাফম্যান এ অপসারণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এক বার্তায় জানান, লিন্ডা লি ফাগান দীর্ঘ পেশাগত জীবনে অসাধারণ দায়িত্ব পালন করলেও তাকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।
কোস্টগার্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ফাগানকে সরিয়ে দেয়ার কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো নেতৃত্বের ঘাটতি, কার্যসম্পাদনগত ব্যর্থতা এবং মার্কিন কোস্টগার্ডের কৌশলগত লক্ষ্যকে এগিয়ে নেয়ার অক্ষমতা। পাশাপাশি, বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক নীতিগুলোর (ডিইআই পলিসি) ওপর অতিরিক্ত গুরুত্ব দেয়াও তার অপসারণের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কোস্টগার্ডের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে ট্রাম্প প্রশাসনের পলিসি অনুসারে, তিনি আগেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থায় বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক নীতিগুলো বাতিল করার অঙ্গীকার করেছিলেন।
সিবিএস নিউজের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে শপথ গ্রহণের আগেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২০ জন কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তাদের জায়গায় নতুন ও প্রশাসনের প্রতি অনুগত কর্মকর্তাদের নিয়োগ দেয়ার প্রক্রিয়া চলছে।
এছাড়াও, পররাষ্ট্র দফতরের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের পদত্যাগ করতে বলা হয়েছে। এর মধ্যে তিনজন অভিজ্ঞ কূটনীতিকও আছেন, যারা বিভিন্ন অভ্যন্তরীণ সমন্বয়ের দায়িত্বে ছিলেন।
ট্রাম্প প্রশাসনের এসব পদক্ষেপকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব পরিবর্তন কৌশলগত দিক থেকে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।