ইরানের প্রতিরোধ অক্ষের শক্তি নিয়ে খামেনির মন্তব্য
- By Jamini Roy --
- 22 December, 2024
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দাবি করেছেন যে, ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধের অক্ষ কখনো ধ্বংস করা যাবে না। এটি কোনো প্রযুক্তিগত কাঠামো নয়, বরং একটি বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে যা সংকটের মধ্যেই শক্তিশালী হয়। তিনি বলেছেন, এই বিশ্বাস একদিন এই অঞ্চল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র ইসরাইলকে পুরোপুরি বিতাড়িত করবে।
সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদের সরকার পতনের পর ইরানের প্রতিরোধের অক্ষ দুর্বল হয়ে পড়েছে—এমন ধারণা সামনে এসেছে। কারণ, সিরিয়া ইরানের চার দশকের কৌশলগত মিত্র এবং মধ্যপ্রাচ্যে তাদের আঞ্চলিক শক্তির প্রধান ভিত্তি ছিল। কিন্তু খামেনি এসব দাবি উড়িয়ে দিয়ে বলেন, এসব মন্তব্য বড় ধরনের ভুল এবং অজ্ঞতার পরিচায়ক।
তিনি আরও জানান, ইরানের প্রতিরোধের অক্ষ শুধুমাত্র ইসরাইলবিরোধী সংগ্রামে সীমাবদ্ধ নয়। এটি মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের কেন্দ্র। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং জেনারেল কাসেম সোলেইমানি হত্যার প্রতিশোধ গ্রহণ এই অক্ষের অন্যতম লক্ষ্য।
খামেনি উল্লেখ করেন, লেবাননের হিজবুল্লাহ ইরানের সমর্থনে ১৯৮০-এর দশকে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি এখন ঐতিহ্যবাহী সেনাবাহিনীর চেয়েও শক্তিশালী সামরিক বাহিনী। যদিও সাম্প্রতিক সময়ে ইসরাইল তাদের ওপর ধারাবাহিক হামলা চালিয়েছে এবং নেতাদের হত্যার চেষ্টা করেছে, খামেনি জোর দিয়ে বলেছেন, হিজবুল্লাহ এখনো জীবন্ত এবং প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, "লেবানিজ এবং ফিলিস্তিনি বাহিনীর প্রতিরোধ ইসরাইলের জন্য পরাজয়ের প্রতীক। ইসরাইল যদি কাউকে উপড়ে ফেলতে চায়, তবে তারাই শেষ পর্যন্ত উপড়ে পড়বে।"
সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর নতুন শাসনব্যবস্থার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় তেহরান। ইরান আশা করছে, সিরিয়ার নতুন প্রশাসন ইসরাইল থেকে দূরত্ব বজায় রাখবে। সিরিয়ার নতুন কমান্ডার-ইন-চিফ আহমেদ আল-শারা বলেছেন, যুদ্ধ ক্লান্ত সিরিয়া এখন আর ইসরাইলকে শত্রু বানাতে চায় না।
তেহরানভিত্তিক গবেষক আলি আকবর দারেনি বলেছেন, সিরিয়ার মিত্রতা হারানো স্বল্পমেয়াদে ইরানের আঞ্চলিক প্রভাবের ওপর প্রভাব ফেলতে পারে। তবে দীর্ঘমেয়াদে ইরান প্রতিরোধের অক্ষের মাধ্যমে তাদের আঞ্চলিক অবস্থান ধরে রাখবে বলে বিশ্বাস করেন খামেনি।