Logo

আন্তর্জাতিক    >>   গাজায় ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে পোপ

গাজায় ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে পোপ

গাজায় ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে পোপ

ইসরাইলের গাজায় চালানো অব্যাহত হামলার কঠোর নিন্দা জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান সিটির এক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়ে তিনি এই হামলাকে 'নিষ্ঠুরতা' বলে আখ্যা দিয়েছেন। পোপের এই মন্তব্য বিশ্বব্যাপী নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) ভ্যাটিকান সিটিতে ক্যাথলিক কার্ডিনালদের সঙ্গে একটি বিশেষ বৈঠকে অংশ নেন পোপ ফ্রান্সিস। সেখানে গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত নিরীহ মানুষের কথা উল্লেখ করে তিনি বলেন, "এটি যুদ্ধ নয়, এটি নিষ্ঠুরতা।"

এর আগে শুক্রবার গাজায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ২৫ জন ফিলিস্তিনি নিহত হন। বড়দিন উপলক্ষে জেরুজালেমে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে দেখা করতে পোপ গাজা ভ্রমণ করতে চাইলেও তাকে অনুমতি দেওয়া হয়নি।

গাজার বর্তমান পরিস্থিতিতে বড়দিনের কোনো উৎসবের আবহ নেই। পশ্চিম তীরের বেথলেহেম শহরেও বড়দিন ঘিরে সব ধরনের উদযাপন বাতিল করা হয়েছে। শহরের মেয়র জানিয়েছেন, এবার বড়দিন শুধুমাত্র প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠান সীমিত থাকবে।

গাজা ও পশ্চিম তীরের ক্রমাগত অস্থিরতা ও ইসরাইলি আগ্রাসনের কারণে বড়দিনের আনন্দ ফিলিস্তিনি খ্রিস্টানদের জন্য বিষাদে পরিণত হয়েছে।

পোপের বক্তব্যে ইসরাইলি সরকার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। ইসরাইলের একজন মন্ত্রী প্রকাশ্যে পোপের নিন্দা করে বলেছেন, "ফিলিস্তিনে ইসরাইলের সামরিক অভিযান নিয়ে বিশ্ব সম্প্রদায়ের আরও গভীর পর্যবেক্ষণ প্রয়োজন।"

ইসরাইলি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, "যুদ্ধে নিরপরাধ মানুষের মৃত্যু অবশ্যই দুঃখজনক। তবে ইসরাইল সবসময় নিরপরাধ মানুষের ক্ষতি কমানোর সর্বোচ্চ চেষ্টা করে। অন্যদিকে হামাস ফিলিস্তিনি নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করছে।"

ইসরাইলের সামরিক আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে। এক বছরেরও বেশি সময় ধরে চলা এই আগ্রাসনে ৪৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখের বেশি মানুষ।

পোপ ফ্রান্সিসের এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে। তবে ইসরাইল ও ফিলিস্তিনের এই দীর্ঘদিনের দ্বন্দ্বের সমাধানে এখনও কোনও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।