অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে ভারতের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা
- By Jamini Roy --
- 22 December, 2024
এশিয়া কাপের শিরোপা লড়াইয়ে জুনিয়র টাইগ্রেসরা সাফল্যের পথে এগোতে পারলো না। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের মেয়েদের বিপক্ষে ৪১ রানের পরাজয়ে হতাশা সঙ্গী হলো বাংলাদেশের।
টসে হেরে ফিল্ডিং নিয়ে প্রতিপক্ষকে ১১৭ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। তবে সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৯ বল বাকি থাকতে মাত্র ৭৬ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। পুরো ম্যাচ জুড়ে ব্যাটিং ব্যর্থতায় শিরোপার স্বপ্ন ভেস্তে যায় জুনিয়র টাইগ্রেসদের।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে ভারতের মেয়েরা ধীরে শুরু করে। ওপেনার কমলিনী মাত্র ৫ রানে ফারজানার বলে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন। এরপর দ্রুত আরেকটি উইকেট হারায় ভারত। রানের খাতা খোলার আগেই সানিকা চালকেও ফিরিয়ে দেন ফারজানা।
তৃতীয় উইকেটে তৃষা ও নিকি প্রসাদের জুটি ভারতকে বিপদমুক্ত করে। ৪১ রানের এই পার্টনারশিপের মূল কারিগর ছিলেন তৃষা। নিকি প্রসাদ ১৭ রান করে আউট হলে আবার চাপের মুখে পড়ে ভারত। তবে অন্যপ্রান্ত আগলে রেখে অসাধারণ ইনিংস খেলেন তৃষা। ৪৭ বলে ৫২ রান করে ফারজানার বলে বিদায় নেন তিনি।
শেষদিকে মিথিলা ভিনোদ (১৭) ও আয়ুশি শুক্লা (১০) কার্যকরী অবদান রাখেন। এর ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১১৭ রান। বাংলাদেশের হয়ে ফারজানা ইয়াসমিন ৪ উইকেট নেন, যা ছিল দারুণ প্রশংসনীয়।
১১৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধাক্কা খায় বাংলাদেশ। স্কোরবোর্ডে মাত্র ৮ রান উঠতেই ওপেনার মোসাম্মত ইভা শূন্য রানে ক্যাচ তুলে ফেরেন। এরপর সুমাইয়া আক্তার ও ফাহমিদা ছোয়ার জুটি কিছুটা স্থিতি আনার চেষ্টা করলেও তা স্থায়ী হয়নি।
ফাহমিদা ছোয়া ২৪ বলে ১৮ রান করে আউট হন। সুমাইয়া আক্তার ১৩ বলে ৮ রান করে বিদায় নেন। চতুর্থ উইকেটে জুরাইয়া ফেরদৌস ও অধিনায়ক সুমাইয়ার ছোট পার্টনারশিপও ভাঙে ১১ রানের মাথায়।
জুরাইয়া ফেরদৌস সর্বোচ্চ ২২ রান করেন, তবে বাকিরা ব্যর্থতায় ডুবে যান। শেষ পর্যন্ত পুরো দল ৭৬ রানে অলআউট হয়ে ৪১ রানের বড় ব্যবধানে হেরে যায়।
ফারজানা ইয়াসমিন দুর্দান্ত বোলিং করে ৩১ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। নিশিতা আক্তার নিশি ২ উইকেট এবং হাবিবা ইসলাম ১ উইকেট পান। তবে ব্যাটারদের ব্যর্থতার কারণে তাদের চেষ্টাগুলো বৃথা গেছে।