Logo

রাজনীতি    >>   বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস

বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস

বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। স্বাধীনতার ৫৩তম বার্ষিকীতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। দিবসটির বিশেষ গুরুত্ব উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে তার ভাষণ দেবেন। সরকারি টেলিভিশন চ্যানেল বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ড তার এই ভাষণ সরাসরি সম্প্রচার করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ভাষণ দেওয়ার আগে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। সকাল সোয়া ৭টায় তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়।

প্রধান উপদেষ্টার আগে সকাল সাড়ে ৬টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করেন। স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষরও করেন রাষ্ট্রপতি।

এ সময় স্মৃতিসৌধ এলাকা ছিল বর্ণাঢ্য আয়োজন ও নিরাপত্তার চাদরে ঢাকা। গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পথঘাট সাদা রঙে সজ্জিত এবং চারপাশ বর্ণিল ফুলের শোভায় মোড়া ছিল। গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয় নিরাপত্তার জন্য।

বিজয় দিবস উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকাও নতুন সাজে সেজেছে। রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা থেকে শহরের প্রতিটি কোণ লাল-সবুজের আলোকচ্ছটায় ঝলমল করতে থাকে। গুরুত্বপূর্ণ স্থাপনা, সেতু এবং রাস্তার মোড়গুলো আলোর ছটায় আলোকিত হয়েছে। এ দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন নগরবাসী।

বিজয় দিবস কেবল একটি উৎসব নয়, এটি জাতির আত্মত্যাগ ও গৌরবগাথার প্রতীক। প্রধান উপদেষ্টার ভাষণ এই দিনে নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতি নতুনভাবে দেশ গড়ার অঙ্গীকার করবে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert


TOP