বাংলাদেশ ব্যাংকের ১০ বছরের ট্রেজারি বন্ড নিলাম মঙ্গলবার
- By Jamini Roy --
- 18 November, 2024
বাংলাদেশ ব্যাংক আগামী মঙ্গলবার (১৯ নভেম্বর) ১০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড রি-ইস্যু নিলামের আয়োজন করছে। কেন্দ্রীয় ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ দশমিক ১৫ শতাংশ কুপন হারে ইস্যু করা এই বন্ডের আইএসআইএন নম্বর বিডি ০৯৩৪৪০১১০২। ২০২৪ সালের ১৭ এপ্রিল ইস্যু হওয়া বন্ডটির অভিহিত মূল্যের পরিমাণ ২,৫০০ কোটি টাকা। এ বন্ডের মেয়াদ শেষ হবে ২০৩৪ সালের ১৭ এপ্রিল।
নিলাম প্রাইসভিত্তিক পদ্ধতিতে পরিচালিত হবে। এতে শুধুমাত্র সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিবন্ধিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বিড দাখিল করতে পারবে। অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও তাদের নিজস্ব বা গ্রাহকের জন্য প্রাইমারি ডিলারের মাধ্যমে নিলামে অংশ নিতে পারবে।
অভিহিত মূল্যে প্রতি ১০০ টাকা বন্ড কিনতে ইচ্ছুক অংশগ্রহণকারীদের কাঙ্ক্ষিত প্রাইস ও বন্ড কেনার পরিমাণ উল্লেখ করতে হবে। বিড দাখিল প্রক্রিয়া ইলেকট্রনিক পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের এমআই মডিউল এর মাধ্যমে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে সম্পন্ন করতে হবে।
বিশেষ প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি সাপেক্ষে ম্যানুয়াল বিডস ইন সিলড কভারস পদ্ধতিতেও বিড দাখিল করা যাবে।
নিলামে অংশগ্রহণের বিস্তারিত নির্দেশনা ইতোমধ্যে প্রাইমারি ডিলারসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়ে জানানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের জন্য এই বন্ড ইস্যু দেশের অর্থনৈতিক কাঠামো শক্তিশালী করতে এবং বিনিয়োগকারী পর্যায়ে স্থিতিশীলতার সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।বাংলাদেশ ব্যাংকের এই নিলাম দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য বিনিয়োগের নতুন সুযোগ তৈরি করবে। বন্ড কেনার প্রক্রিয়া সহজ ও সুনির্দিষ্ট করা হয়েছে, যা বিনিয়োগকারীদের অংশগ্রহণকে উৎসাহিত করবে।