ভারত গড়লো নতুন বিশ্বরেকর্ড
- By Jamini Roy --
- 14 November, 2024
ভারত টি-টোয়েন্টি ক্রিকেটে এক বছরে সবচেয়ে বেশি ২০০ বা তার বেশি রান করার নতুন বিশ্ব রেকর্ড গড়েছে। গত বুধবার, ১৩ নভেম্বর, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারত এই রেকর্ডটি নিশ্চিত করেছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত এই বিশ্ব রেকর্ড গড়ার পাশাপাশি ম্যাচটি জিতেও সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে।
টি-টোয়েন্টি বিশ্ব রেকর্ড গড়ার আগে, ২০২৪ সালে ভারত মোট ৮ বার ২০০ রানের ঘর স্পর্শ করেছে, যা এখন পর্যন্ত কোনো দল বা দেশের জন্য প্রথম। ২০০ রানের এই স্কোরিং কৃতিত্বে ভারতকে আগে ভারত, জাপান এবং ইংল্যান্ডের ক্লাব বার্মিংহাম বিয়ার্সের সঙ্গে যৌথভাবে অবস্থান করতে দেখা গিয়েছিল। তবে, এই ম্যাচে ভারত এই রেকর্ড এককভাবে নিজেদের দখলে নিয়েছে।
এদিন, প্রথমে ব্যাটিং করতে নেমে ভারত ২০ ওভারে ৬ উইকেটে ২১৯ রান সংগ্রহ করে। তিলক ভার্মা ৫৬ বলে ১০৭ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসটি ৭টি ছক্কা ও ৮টি চার দিয়ে সাজানো। ওপেনিংয়ে অভিষেক শর্মা ২৫ বলে ৫০ রান করেন। শেষের দিকে রমনদীপ সিং ৬ বলে ১৫ রান করে ভারতকে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছান। দক্ষিণ আফ্রিকার বোলার আন্দিলে সিমেলেন ও কেশব মহারাজ দুটি করে উইকেট নেন।
দক্ষিণ আফ্রিকা ২০৮ রানে থেমে যায়। শেষদিকে মার্কো ইয়ানসেন ১৭ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেললেও তা যথেষ্ট ছিল না। তার ইনিংসটি ছিল ৪টি ছক্কা ও ৩টি চারের মিশ্রণ। ক্লাসেনও ২২ বলে ৪১ রান করেন। তবে শেষদিকে অর্শদীপ সিংয়ের ১৯তম ওভারে ইয়ানসেনকে এলবিডব্লু আউট করে দেন, যা ভারতের জয় নিশ্চিত করে।
এদিকে, ভারতীয় দলের জন্য এটি একটি ঐতিহাসিক জয় এবং রেকর্ড, যা তাদের শক্তি ও সামর্থ্যকে একেবারে নতুন মাত্রায় নিয়ে গেছে। ভারত বর্তমানে বিশ্বের প্রথম দল হিসেবে এক বছরে ২০০ বা তার বেশি রান করার এই রেকর্ডটি এককভাবে নিজেদের করে নিয়েছে।